নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি ফেসবুক পোস্টে বলেছেন, সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তিনি প্রথমে একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে চিনলেও, প্রকৃত অর্থে তাকে চিনেছেন সেইদিন, যেদিন তিনি পুলিশি হামলার মুখে বুক চিতিয়ে নিজ দলের এক কর্মীকে রক্ষা করেছিলেন। সেদিন থেকেই ইশরাক তার কাছে একজন সাহসী ও আত্মবিশ্বাসী রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সারজিসের ভাষায়, ইশরাক হোসেনের চিন্তাভাবনা গতানুগতিক রাজনীতিকদের মতো নয়। তিনি অনেক সময় দলের নির্ধারিত অবস্থানের বাইরে গিয়েও অকপটে সত্য প্রকাশ করেছেন। বিশেষ করে, তরুণ প্রজন্মের রাজনীতিকদের মধ্যে যাদের থেকে জাতি ভিন্ন কিছু আশা করে, তাদের মধ্যে ইশরাক অন্যতম।

পোস্টে সারজিস স্পষ্ট করে বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ— এই বক্তব্য বারবার বিএনপির পক্ষ থেকেও এসেছে। সেই প্রেক্ষাপটে যদি ইশরাক হোসেন অবৈধ ঘোষিত সেই নির্বাচনে মেয়র হিসেবে দায়িত্ব নেন, তাহলে তা নির্বাচনগুলোর বৈধতা স্বীকার করার শামিল হবে। তার মতে, শুধুমাত্র সাময়িক সুবিধা ভোগের আশায় মেয়র পদে বসা ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “ইশরাক ভাই নিজ যোগ্যতায় একে একে মাইলফলক অর্জন করতে পারবেন। তার যে জনপ্রিয়তা আছে, তা দিয়ে তিনি বৈধতা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারেন। তবে এই জনপ্রিয়তাকে যদি অপরাধমূলক বা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে তা তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।”

সারজিস অভিযোগ করেন, ইশরাকের স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ এবং পরিবার নিয়ে অশোভন মন্তব্য করা হয়েছে, যা কখনোই রাজনৈতিক শিষ্টাচার সমর্থন করে না। পরোক্ষভাবে এর দায় ইশরাক হোসেনের উপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

সারজিসের মতে, যারা আগামী প্রজন্মের রাজনীতিকে পথ দেখাবে বলে মনে করা হয়, তারা যদি নিজেদের জনপ্রিয়তা কিংবা প্রভাবকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের বৈধতা দিতে ব্যবহার করে, তবে তা শুধু ব্যক্তিগত নয়, বরং ঐতিহাসিক রাজনৈতিক দায় হয়ে থাকবে। সেই দায়ভার ইশরাক হোসেন বহন করবেন কিনা, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

তিনি বলেন, “আমরা ইশরাক ভাইয়ের কাছে যেই উচ্চতায় নৈতিক অবস্থান প্রত্যাশা করি, ক্ষমতার সাথে আপোষ করে সেই অবস্থান হারানো উচিত নয়। রাজনৈতিক জীবনের শুরুতেই নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না।”

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

হাতের আঙ্গুলে চুটকি বাজিয়ে খালি গলায় মেকআপ সুন্দরী গান May 19, 2025
img
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ May 19, 2025
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত? May 19, 2025
তিন ফরম্যাটের ব্যাটার হতে চায়: মাহিদুল ইসলাম অঙ্কন! May 19, 2025
বাণিজ্য উত্তেজনা প্রশমিত, চীন থেকে টেসলার যন্ত্রাংশ আমদানি May 19, 2025
সীসা থেকে স্বর্ণ, সম্ভব করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা! May 19, 2025
১৫টি আমের ‘শিপমেন্ট বা'তি'ল করেছে মার্কিন প্রশাসন May 19, 2025
ভিসা ছাড়াই চীনে ভ্রমণের সুযোগ! May 19, 2025
বাংলাদেশের বর্তমান অবস্থাকে যেভাবে ব্যাখ্যা করলেন রুমিন ফারহানা May 19, 2025
ভারতীয় পণ্য বর্জনের আহবান আমজনতার দল May 19, 2025
ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ May 19, 2025
সাইবার হামলার আশঙ্কা বাড়াচ্ছে এআই প্রযুক্তি May 19, 2025
দীপু মনি, সালমান এফ রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো May 19, 2025
"আমরা নিজেরাও বিপদে!" - নুসরাত ফারিয়ার গ্রে ফ তার নিয়ে মন্তব্য ফজলুর রহমান বাবুর May 19, 2025
img
দেশে রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার May 19, 2025
img
সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য : ইশরাক May 19, 2025
img
হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের বিশেষ নির্দেশনা May 19, 2025
img
‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক May 19, 2025
img
৪৩ বছর যাবৎ হজ করছেন যে বাংলাদেশি আলেম May 19, 2025
'আমরা নিজেরাও বিপদে' : নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান বাবু May 19, 2025