ডিজিটাল চালান বাধ্যতামূলক ২৭ ধরনের ব্যবসায়

ভ্যাট ফাঁকি রোধে রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকা ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার এনবিআরের ভ্যাট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বাধ্যতামূলক

আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলাবিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেটের সকল ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসী (দেশে উৎপাদিত ওষুধ ব্যতীত), মিষ্টান্ন ভাণ্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার ও স্বর্ণের দোকানদার।

এছাড়া বড় ও মাঝারি (পাইকারী ও খুচরা) ব্যবসায়ী, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং/অনলাইন অ্যাডমিশন প্রসেসিং সেন্টার এবং ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা ব্যবসায় ইএফডি বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর জানায়, ইএফডি/এসডিসি/পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে ভ্যাট ফাঁকির সুযোগ কমবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে। ভ্যাট ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একাধিকবার এ ধরনের অপরাধ করলে প্রতিষ্ঠান বন্ধের হুমকিতেও পড়তে হতে পারে। তাই দণ্ড ও অন্যান্য আইনি প্রয়োগ এড়াতে ভ্যাটযোগ্য পণ্যের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরুরিভিত্তিতে ইএফডি/এসডিসি/পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

অনিয়ম ও রাজস্ব ফাঁকিতে সম্পৃক্ত ও সক্রিয় সকল সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনাররা আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছে এনবিআর।

২০২০ সালের ২৫ আগস্ট ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি স্থাপনের কার্যক্রম শুরু হয়। ২০২২ সালের ৩ নভেম্বর খুচরা ব্যবসায় ভ্যাট সংগ্রহে ইএফডি মেশিন স্থাপনে গতি আনতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে এনবিআর।

২০২৩ সালের ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জেনেক্স। লক্ষ্য ছিল প্রায় ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সংরক্ষণ ও সঠিকভাবে ভ্যাট আদায় করা। তবে আশানুরূপ সাড়া না মেলায় এবার বাধ্যতামূলক করা হয়েছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের প্রশ্ন May 19, 2025
img
বাবার সামনে হাতেনাতে ধরা পড়লেন সানি লিওন May 19, 2025
img
১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত May 19, 2025
img
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানি ‘এয়ার সিয়াল’ May 19, 2025
img
শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ May 19, 2025
img
ঝড় তুলতে অভিনয়ে আসছেন, যেভাবে প্রস্তুতি নিচ্ছে শচীনকন্যা May 19, 2025
img
করোনার থাবায় শিল্পা, চিন্তিত ভক্তরা May 19, 2025
img
ফারিয়ার দুঃসময়ে পাশে রয়েছেন জুলাই আন্দোলনের তারকারা May 19, 2025
img
রোজ রাতে নিজের স্বামীকে খুশি রাখতে যা করেন রানী মুখার্জি May 19, 2025
img
এমএমএস ভিডিও ফাঁস, জীবন তছনছ নায়িকা মধুমিতার May 19, 2025
img
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ May 19, 2025
img
'নীরবতা নিন্দনীয়'—অপারেশন সিঁদুর নিয়ে জয়শংকরকে ফের খোঁচা রাহুলের May 19, 2025
img
শাড়ি বিক্রি করতে গিয়ে বিপাকে রচনা ব্যানার্জি May 19, 2025
img
ভারতের নিষেধাজ্ঞা, জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয় May 19, 2025
img
গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে : আসিফ May 19, 2025
img
আলিয়ার সাথে যে কারণে ঘুম হয় না রণবীরের May 19, 2025
img
'সরকারি পৃষ্ঠপোষকতায় আগামী বছর থেকে হবে জব্বারের বলি খেলা' May 19, 2025
img
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই May 19, 2025
img
আ.লীগের আমলের সব নির্বাচনই অবৈধ,জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' May 19, 2025
img
অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান, ভাতা ও রেশনিং চালুর দাবি May 19, 2025