১০ সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি

১০ সপ্তাহ ধরে অবরোধের পর ইসরায়েল ঘোষণা করেছে, তারা গাজায় ক্ষুধার সংকট মেটাতে প্রাথমিকভাবে সামান্য পরিমানে খাদ্য প্রবেশের অনুমতি দেবে। ইসরায়েলি সেনাবাহিনী গাজাজুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা এসেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সুপারিশের ভিত্তিতে এবং হামাসের বিরুদ্ধে তাদের পুনর্নবীকরণ সামরিক অভিযানকে সমর্থন করার প্রয়োজনীয়তার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে, এই সময় কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সাহায্য সংস্থাগুলো গাজার ২১ লাখ জনসংখ্যা জন্য দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য সংকট যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য গাজার জনসংখ্যার জন্য প্রাথমিকভাবে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েল মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নেবে। হামাসের ওপর ছেড়ে দেওয়া হবে না।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজা উপত্যকায় তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে ‘ব্যাপক স্থল অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে। একই সময়ে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উদ্ধারকর্মীরা ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যুর খবর দিচ্ছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘লড়াই বন্ধে’ হামাসের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। সেনাবাহিনী জানায়, গত এক দিনে তাদের বাহিনী ‘উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকাজুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে’, যেখানে তারা ‘ডজনখানেক সন্ত্রাসীকে নির্মূল করেছে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে...এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে (সেনা) মোতায়েন রয়েছে’।

উদ্ধারকারীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর, পাশাপাশি গাজার উত্তরের শহরগুলিতে, বেইত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবিরসহ সব স্থানে হামলা চালানো হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছেন।

খান ইউনিসের একজন নারী বলেছেন, সেখানকার পরিস্থিতি খুবই কঠিন এবং বোমার শব্দে তারা জেগে ছিল। একই সঙ্গে ময়দা, গ্যাস এবং খাবারের তীব্র ঘাটতি সহ্য করা কঠিন হয়ে পড়েছে।রবিবার শুরু হওয়া অভিযানকে চূড়ান্ত সতর্কতা হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সূত্র : বিবিসি

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির কড়া বার্তা, হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম May 19, 2025
img
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের প্রশ্ন May 19, 2025
img
বাবার সামনে হাতেনাতে ধরা পড়লেন সানি লিওন May 19, 2025
img
১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত May 19, 2025
img
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানি ‘এয়ার সিয়াল’ May 19, 2025
img
শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ May 19, 2025
img
ঝড় তুলতে অভিনয়ে আসছেন, যেভাবে প্রস্তুতি নিচ্ছে শচীনকন্যা May 19, 2025
img
করোনার থাবায় শিল্পা, চিন্তিত ভক্তরা May 19, 2025
img
ফারিয়ার দুঃসময়ে পাশে রয়েছেন জুলাই আন্দোলনের তারকারা May 19, 2025
img
রোজ রাতে নিজের স্বামীকে খুশি রাখতে যা করেন রানী মুখার্জি May 19, 2025
img
এমএমএস ভিডিও ফাঁস, জীবন তছনছ নায়িকা মধুমিতার May 19, 2025
img
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ May 19, 2025
img
'নীরবতা নিন্দনীয়'—অপারেশন সিঁদুর নিয়ে জয়শংকরকে ফের খোঁচা রাহুলের May 19, 2025
img
শাড়ি বিক্রি করতে গিয়ে বিপাকে রচনা ব্যানার্জি May 19, 2025
img
ভারতের নিষেধাজ্ঞা, জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয় May 19, 2025
img
গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে : আসিফ May 19, 2025
img
আলিয়ার সাথে যে কারণে ঘুম হয় না রণবীরের May 19, 2025
img
'সরকারি পৃষ্ঠপোষকতায় আগামী বছর থেকে হবে জব্বারের বলি খেলা' May 19, 2025
img
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই May 19, 2025
img
আ.লীগের আমলের সব নির্বাচনই অবৈধ,জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' May 19, 2025