ফের বড় ব্যবধানে হারলো মেসির মায়ামি

লিওনেল মেসির ইন্টার মায়ামি যেন ধীরে ধীরে নিজেদের পথ হারাচ্ছে। গত মৌসুমে উড়তে থাকা দলটি মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক ম্যাচ হেরেই চলছে যার সর্বশেষটি এলো আবার চিরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলের হারে।



চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে হেরে যায় হ্যাভিয়ের মাশ্চেরানোর দল, যা তাদের ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে নামিয়ে দিয়েছে। যদিও এখনো প্লে-অফের অঞ্চলে রয়েছে, তবে এরকম বাজে পরাজয়ে ঝুলে আছে টিকে থাকার হিসেব।

খেলার শুরুটা ছিল দুই দলের সমানে-সমানে আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে। তবে প্রথম গোলটা আসে সফরকারী অরল্যান্ডো সিটির দারুণ গোছানো এক আক্রমণ থেকে। গোলকিপার পেদ্রো গায়েসে থেকে শুরু করে একের পর এক পাসের সমন্বয়ে বল পৌঁছে যায় লুইস মুরিয়েলের কাছে, যিনি ঠান্ডা মাথায় বল জড়ান ইন্টার মায়ামির জালে।




হাফটাইমেই পিছিয়ে পড়ে ১-০ গোলে হেরনসরা। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় ধাক্কাটা আসে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি কর্নার থেকে বিপজ্জনক কাউন্টার অ্যাটাক করে অরল্যান্ডো। মার্টিন ওজেদা একদম একা গোলমুখে পৌঁছে গেলেও শটটি বাইরে মেরে গোল মিস করেন। তবে এরপর আর অপেক্ষা করতে হয়নি।

মার্কো পাসালিচ দ্বিতীয় গোলটি করেন—তাও গোলরক্ষক অস্কার উস্তারির এক বিরল ভুল থেকে। বল তার পায়ের ফাঁক গলে জালে জড়ালে স্টেডিয়ামে নেমে আসে নীরবতা।
মেসির দল তখন আর ফিরে আসার মতো মোমেন্টামই খুঁজে পাচ্ছিল না।

ম্যাচের অন্তিম লগ্নে একবার জ্বলে উঠেছিলেন লিওনেল মেসি। বামপাশ থেকে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে চেষ্টা করেছিলেন ব্যবধান কমাতে। কিন্তু ‘পুলপো’ গায়েসে নামে পরিচিত গোলরক্ষক পুরো শরীর দিয়ে সেই বল ঠেকিয়ে দেন।

তাতে হেরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।

শেষদিকে রামিরো এনরিক একবার পোস্ট কাঁপিয়ে ফেরত আসা শটের পরও অরল্যান্ডো থেমে থাকেনি। শেষ মুহূর্তে ডাগুর ডান থোরহ্যালসনের ডান পায়ের জোরালো শটে ম্যাচের তৃতীয় ও শেষ গোল হয়। ইন্টার মায়ামির জন্য এ যেন সত্যিই এক দুঃস্বপ্নের রাত।

এই হারে ১৪ ম্যাচে মায়ামির ৬ জয়, ২ ড্র আর ৬ হার। কিন্তু চিন্তার বিষয় হলো—শেষ ৭ ম্যাচে তারা হেরেছে ৫টিতে, আর এই সময়ে ২০টি গোল হজম করেছে। প্রতি ম্যাচে গড়ে প্রায় ৩টি গোল খাওয়ার এই পরিসংখ্যান বলছে, রক্ষণভাগে বড়সড় পরিবর্তন ছাড়া ভবিষ্যৎ অন্ধকার।

দলীয় ছন্দহীনতা, পরিকল্পনায় ঘাটতি এবং গুরুত্বপূর্ণ সময়ে রক্ষণভাগের চূড়ান্ত দুর্বলতা—সবই হ্যাভিয়ের মাশ্চেরানোর কোচিং ক্যারিয়ারে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তার অধীনে দলের শৃঙ্খলা ও কাঠামোর অভাব চোখে পড়ছে স্পষ্টভাবেই।

ইন্টার মায়ামির সামনে সময় খুব বেশি নেই। প্লে-অফ নিশ্চিত করতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচ ‘ফাইনাল’ মনে করে খেলতে হবে মেসিদের। না হলে অনেক প্রত্যাশা নিয়ে শুরু করা এই মৌসুম শেষ হতে পারে আরও বড় হতাশায়।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

হাতের আঙ্গুলে চুটকি বাজিয়ে খালি গলায় মেকআপ সুন্দরী গান May 19, 2025
img
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ May 19, 2025
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত? May 19, 2025
তিন ফরম্যাটের ব্যাটার হতে চায়: মাহিদুল ইসলাম অঙ্কন! May 19, 2025
বাণিজ্য উত্তেজনা প্রশমিত, চীন থেকে টেসলার যন্ত্রাংশ আমদানি May 19, 2025
সীসা থেকে স্বর্ণ, সম্ভব করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা! May 19, 2025
১৫টি আমের ‘শিপমেন্ট বা'তি'ল করেছে মার্কিন প্রশাসন May 19, 2025
ভিসা ছাড়াই চীনে ভ্রমণের সুযোগ! May 19, 2025
বাংলাদেশের বর্তমান অবস্থাকে যেভাবে ব্যাখ্যা করলেন রুমিন ফারহানা May 19, 2025
ভারতীয় পণ্য বর্জনের আহবান আমজনতার দল May 19, 2025
ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ May 19, 2025
সাইবার হামলার আশঙ্কা বাড়াচ্ছে এআই প্রযুক্তি May 19, 2025
দীপু মনি, সালমান এফ রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো May 19, 2025
"আমরা নিজেরাও বিপদে!" - নুসরাত ফারিয়ার গ্রে ফ তার নিয়ে মন্তব্য ফজলুর রহমান বাবুর May 19, 2025
img
দেশে রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার May 19, 2025
img
সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য : ইশরাক May 19, 2025
img
হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের বিশেষ নির্দেশনা May 19, 2025
img
‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক May 19, 2025
img
৪৩ বছর যাবৎ হজ করছেন যে বাংলাদেশি আলেম May 19, 2025
'আমরা নিজেরাও বিপদে' : নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান বাবু May 19, 2025