ভারতের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও বড় পর্দায় ফিরছেন নতুন চমকে। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন এক সাহসী চরিত্রে— ‘উত্তরণ’ সিনেমায়।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘উত্তরণ’ পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। ছবিতে মধুমিতা অভিনয় করছেন ‘পর্ণা’ নামে এক সাধারণ গৃহবধূর ভূমিকায়, যার জীবনে নেমে আসে ঝড়— একটি ভিডিওর কারণে, যা ফাঁস হয় এমএমএসের মাধ্যমে।
ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার প্রকাশ করে মধুমিতা লেখেন, “একটি এমএমএস কীভাবে একটি মেয়ের জীবন তছনছ করে দেয়, সেই গল্পই বলবে ‘উত্তরণ’।” সিনেমাটিতে তার স্বামীর চরিত্রে থাকছেন অভিনেতা রাজদীপ গুপ্ত।
মধুমিতা বলেন, “ছেলে-মেয়ের কোনো ভিডিও ভাইরাল হলে দোষারোপের নিশানাটা সমাজ মেয়েটির দিকেই তোলে— সে দোষী হোক বা না হোক। আমার নতুন ছবি এই প্রচলিত ভাবনার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দেবে।”
মধুমিতা এর আগে ‘লাভ আজ কাল পরশু’ সিনেমায় বোল্ড চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন। সেই ইমেজ থেকে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় আসছেন তিনি— এক ঢাল খোলা চুল, শাড়ি, টিপ ও সিঁদুর পরা এক গৃহবধূ হিসেবে।
বাস্তব জীবনেও নানা কটাক্ষের শিকার হন মধুমিতা। তবে তিনি সোজাসাপ্টা বলেন, “আমি জানি আমি কী পরি, কীভাবে চলি। শালীনতা কী— তা ভালোভাবেই বুঝি। যারা সমালোচনা করেন, তাদের নিজেদের আয়নায় মুখ দেখা উচিত।”
‘উত্তরণ’ শুধু একটি নারীর সংগ্রামের গল্প নয়, এটি সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদও।
টিকে/এসএন