‘শিল্পী হওয়াটাই যেন অপরাধ’,ফারিয়াকে ঘিরে মন্তব্য অধরার

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর দেশের শোবিজ অঙ্গন এখন উত্তপ্ত। তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলছেন। তারা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চিত্রনায়িকা অধরা খান ক্ষোভ প্রকাশ করলেন।

ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা নিজের ফেসবুক হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা যারা শিল্পী, নায়ক-নায়িকা, আমাদের প্রতি ভয়াবহ অপমানের দৃষ্টিভঙ্গি এই সমাজের। নায়িকা মানেই অপবাদ! শিল্পী মানেই অপরাধী! সারা জীবন আমাদের নিয়ে বলা হয়—আমরা অন্যের টাকায় চলি, খাই, পড়ি, আমাদের কোনো লাজ-লজ্জা নেই।’

শিল্পীদের প্রতি অপবাদ প্রসঙ্গে অধরা বলেন, ‘শুটিং চলাকালীন আমাদের পিরিয়ডের প্যাডের টাকাও প্রযোজক দেয়—সেটা কেনার মতো টাকাও আমাদের লাগে না আমাদের থাকে না। এটা নিয়েও ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে রম্য রসে ভরপুর কত ঠাট্টা-বিদ্রুপ চলে! আমরা নিজেদের পয়সায় কিছুই চালাতে পারি না।

শিল্পীদের কোনো ব্যক্তিগত খরচ লাগে না—এই কথা মুখে মুখে ঘোরে, সবাই বলে, সবাই হাসে। নায়ক-নায়িকা বিশেষ করে (নায়িকা) মানেই কারও না কারো ওপর নির্ভরশীল, এই তকমা তো আমাদের গায়ে সেঁটে গেছে সেই কবে।’

নুসরাত ফারিয়া তখন দেশের বাইরে ছিল উল্লেখ করে অধরা বলেন, ‘নুসরাত ফারিয়া তখন দেশের বাইরে ছিল—দেশের প্রতিনিধিত্ব করছিল নায়িকা হওয়ার সুবাদে একটা ইভেন্টে। সেখান থেকেও সে তার প্রতিবাদ জানিয়েছে একাত্ম থাকার চেষ্টা করেছে তখনকার চলমান আন্দোলনে।

যেটা ফেয়ার সেটা সে শিল্পীর দায়িত্ববোধ থেকে করেছে। সে ফিজিক্যালি দেশেও ছিল না, তবু তাকে মামলায় জড়িয়ে দেওয়া হলো। এটাওতো শিল্পী হিসেবে আমাদের জন্য খুব সম্মানের! যাক, কোনো না কোনোভাবে তো সম্মানিত করা হচ্ছে আমাদের তাও জাতীয়ভাবে।’

পাগলের মতো ভালোবাসি কিংবাসুলতানপুর খ্যাত নায়িকা বলেন, ‘এখন কী অবস্থা? এখন তো আমাদের ‘সম্মান’ আরো এক ধাপ ওপরে উঠল আর নুসরাত ফারিয়া সেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন। জেলে গিয়েও আমাদের অ্যাক্টিভিটি বন্ধ থাকে না হাহ‍ ‘

ফারিয়া চাইলে দেশে নাও ফিরতে পারতো উল্লেখ করে অধরা বলেন, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে, দেশে এবং দেশের বাইরে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে—নায়িকারা শুধু নিজের খরচই চালায় না, তারা অর্থও জোগান দেয়, এমনকি মানুষ খুনেও যুক্ত! কতই না শক্তিশালী আমরা ভাবা যায়? ফারিয়া চাইলে দেশে না ফিরলেও পারত।কিন্তু দেশের প্রতি বিশ্বাস, আইনের প্রতি বিশ্বাস, ভালোবাসা, দায়িত্ববোধ—এসব কিছু মিলেই সে ফিরেছে।
 
নুসরাত ফারিয়া নিজের কাজ চলমান রেখেছেন জানিয়ে অভিনেত্রী বলেন, এই ঈদেও সে কাজ করেছে—খুনের মামলা মাথায় নিয়েই সিনেমা রিলিজ দিয়েছে। নিজের অবস্থান থেকে শিল্পকে তুলে ধরেছে। সর্বোচ্চ চেষ্টা করেছে—এতো ভয়ংকর, ডিপ্রেসিভ অবস্থায় থেকেও নেচে, হেসে, কুদে সিনেমার প্রচারণা করেছে। দেশের স্বাভাবিক পরিস্থিতিও কিন্তু এই এক্টিভিটিতে ধরে রাখার চেষ্টা করেছে।

অভিনয় পেশা নিয়ে বলতে গিয়ে অধরা বলছেন, কেউ জানে না, এই পেশায় থাকতে গেলে কতটা মানসিক বল দরকার হয়, কত সংগ্রাম করতে হয়—সম্মানের জন্য, টিকে থাকার জন্য। আমরা আমাদের পছন্দের পেশায় থাকতে যা সহ্য করি এই দেশে আর অন‍্য কোনো পেশায় কেউ এতো অপদস্থ হয় না বলেই জানি। কেউ হোক সেটাও চাইনা। এখান থেকেই প্রমাণিত—আমরা শিল্পীরা আসলেই “নির্লজ্জ” মানুষ! তবুও, শিল্পী হওয়া আজ অপরাধ!

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

ফ্যাসিবাদ বিরোধীরা থানার সামনে, অতিরিক্ত পুলিশ মোতায়েন! May 20, 2025
img
প্রবাসীরা দেশের অমূল্য সম্পদ, তাদের নিয়ে আর ছিনিমিনি খেলা চলবেনা:মো. রাশেদ খান May 20, 2025
img
দয়া করে জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা করবেন না!: আসিফ নজরুল May 20, 2025
img
এবার সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১২৬ বিদেশি শিক্ষার্থী May 20, 2025
img
ডামি নির্বাচনের অভিযোগ, শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা May 20, 2025
img
ভাইয়ের জন্মদিনে বেলুন খেলতে গিয়ে রাফসার করুণ মৃত্যু May 20, 2025
img
পরীমনিকে ঘিরে ছড়াল মৃত্যুর গুজব, ফেসবুক লাইভে দিলেন জবাব May 20, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে এবার ট্রাম্পের ডিপফেক ভিডিও, যা বলছে ফ্যাক্টচেক! May 20, 2025
img
বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো আরব আমিরাত May 20, 2025
img
কোনো মালিক নেই! রাস্তায় পড়ে আছে কোটি টাকার গাড়ি May 20, 2025
img
ঝিনাইদহে পরিত্যক্ত ব্যাগে মিলল কোটি টাকার হেরোইন May 20, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস May 20, 2025
img
সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল May 20, 2025
img
হাইওয়েতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জব্দ ১০ টন পলিথিন May 20, 2025
img
তামিমের ফিফটিতে ছন্দে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে ২০৫ রানের পাহাড় May 20, 2025
img
অনামিকার বাড়িতে প্রসেনজিৎ-দেবশ্রীর বিশেষ সময়, এখন শুধুই স্মৃতি May 19, 2025
img
বন্দরে বায়ুদূষণবিরোধী অভিযানে ২ লাখ টাকা জরিমানা May 19, 2025
img
অবৈধ অভিবাসনের দায়ে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের May 19, 2025
হাতের আঙ্গুলে চুটকি বাজিয়ে খালি গলায় মেকআপ সুন্দরী গান May 19, 2025
img
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ May 19, 2025