চট্টগ্রামে অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টে বয়সের অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৩ মেয়র একাডেমি কাপে খেলোয়াড়দের বয়স নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ১৫ বছরের একজনকে খেলোয়াড় হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে অনূর্ধ্ব-১৩ খেলায়। একই খেলোয়াড়ের আরেক ভাইয়ের নাম গোপন করে ভিন্ন নামে ম্যাচে অংশ নেওয়ারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া আনোয়ারা ফুটবল একাডেমি।

আনোয়ারা ফুটবল একাডেমির কোচ আমিন ফারুক বলেন, সিডিএফএ-মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপে অংশ নেওয়া পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি তাদের দুই খেলোয়াড়ের তথ্য গোপন করেছে। যে দুইজনের তথ্য গোপন করেছে তারা দুইজন আপন ভাই। তাদের জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া ডকুমেন্টে সে তথ্য রয়েছে। তাদের বয়স ১৫ বছরের বেশি হলেও তাদের ১৩ বছর দাবি করে খেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, সেমি ফাইনালে আমাদের প্রতিপক্ষ হিসেবে খেলেছে এই টিম। এতে আমাদের নজরে পড়েছে এই অসংগতি। ওই খেলায় ৭ নং জার্সি পরে বর্ণিল বড়ুয়া নামে খেলেছে জয়দীপ বড়ুয়া। তার বয়স সাড়ে ১৫ বছর হলেও তাকে খেলানো হয়েছে ১৩ বছর বয়স হিসেবে। একইভাবে তার আপন সহোদর জয়রাজ বড়ুয়ার নাম গোপন করে শাফকাত শরিফ ও অন্যান্য কাগজ ভুয়া তৈরি করে তাকে খেলোয়াড় হিসেবে ওই টিমে অর্ন্তভুক্ত করা হয়েছে। তার বয়সও সাড়ে ১৫ বছর পার হয়েছে। আমরা এ বিষয়টি আপিল কমিটির কাছে অভিযোগ করে ডকুমেন্ট সহকারে দিয়েছি। আশা করছি তারা সুষ্ঠু তদন্ত করে এই অনিয়মের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন।

পটিয়া আবদুস সোবহান ফুটবদলের কোচ আবুল কালাম বাবুল বলেন, ‘খেলায় হেরে অভিযোগ দিচ্ছে। এই অভিযোগ সত্য নয়।’

জানতে চাইলে সিডিএফএ-মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ এর আপিল কমিটির প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন জাহ্ঙ্গাীর বলেন, অভিযোগ খারিজ করার পর আনোয়ারা ফুটবল একাডেমি আপিল করেছে। আপিল কমিটি সভায় বসার পর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সিডিএফএ নিয়ম মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সিডিএফএ-মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ এর সেমিফাইনাল ম্যাচ গত ১৪ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে আনোয়ারা ফুটবল একাডেমির বনাম পটিয়া আবদুস সোবহান ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আনোয়ারা ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে আবদুস সোবহান ফুটবল দল। খেলার পরপরই আবদুস সোবহান ফুটবল দলের বিরুদ্ধে ৭ জন অবৈধ খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করে অভিযোগ করে আনোয়ারা ফুটবল একাডেমি। কিন্তু লিখিত অভিযোগ দিলেও কোনো তথ্য প্রমাণ সংযুক্ত না করার কারণে অভিযোগ খারিজ করে দেয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

এরই পরিপ্রেক্ষিতে খারিজের বিরুদ্ধে আপিল করে অভিযুক্তদের মধ্যে দুইজন খেলোয়াড়ের তথ্য সংযুক্ত করা হয়। জয়দীপ বড়ুয়া ও জয়রাজ বড়ুয়া নামের দুই জমজ ভাইয়ের বিরুদ্ধে তথ্য গোপন অভিযোগ করা হয়। অভিযোগের সঙ্গে দুই ভাইয়ের জেএসসি পরীক্ষায় তাদের নাম ও ছবিসহ তথ্য, রেজিস্ট্রেশন কার্ড সংযুক্ত করা হয়। জয়রাজের বিরুদ্ধে ২০২৩-২৪ সালে আবদুস সোবহান ফুটবল দলের হয়ে এনএসটি অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টে ভিন্ন নামে ভিন্ন ধর্মাবলম্বী পরিচয় দিয়ে খেলায় অংশ নেওয়ার অভিযোগ তোলা হয়।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রুল May 20, 2025
img
আসিফ নজরুল-ফারুকীর দৃষ্টি আকর্ষণ করেছেন জায়েদ খান May 20, 2025
img
নগর ভবনের সামনে মঞ্চ করে ইশরাক অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী May 20, 2025
img
‘স্টারলিংকের প্রতিটি ডিভাইসের উপর ট্যাক্স আরোপ করা হবে’ May 20, 2025
img
রাজা-রানির সঙ্গে চেলসি ফ্লাওয়ার শোতে নজর কাড়লেন ডেভিড বেকহ্যাম May 20, 2025
img
পাকিস্তানের পাশে ছিল চীন, প্রশংসা করলেন ইসহাক দার May 20, 2025
img
তরুণীকে গৃহবন্দী করে নির্যাতন, ভিডিও ধারণ করে গায়ক নোবেলের হুমকি May 20, 2025
img
বিমানের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান May 20, 2025
img
‘আওয়ামী লীগের দোসর’ ৯৪ আমলা-কর্মকর্তার তালিকা প্রকাশ May 20, 2025
img
বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা May 20, 2025
img
হজ পালনের জন্য ৪০ বছর ধরে করেছেন সঞ্চয়, অবশেষে পূরণ হচ্ছে দম্পতির স্বপ্ন May 20, 2025
img
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে ৫ দফা দাবিতে তালা May 20, 2025
img
কেরালার জঙ্গলে স্বর্গসদৃশ ক্রিকেট মাঠ, ড্রোন ভিডিও ভাইরাল May 20, 2025
img
কাগজ পৌঁছেছে কাশিমপুর, মুক্তি পাচ্ছেন নুসরাত ফারিয়া May 20, 2025
img
বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাত অধিনায়কের May 20, 2025
img
উপদেষ্টা আসিফের কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী May 20, 2025
img
সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ডের রায় May 20, 2025
img
বিয়ের ঘোষণা দিলেন বিশাল-ধানশিকা May 20, 2025
img
মেয়ের শ্বশুরকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প May 20, 2025
img
নুসরাত ফারিয়াকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না : আইনজীবী May 20, 2025