সারা দেশের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে তীব্র গরমে পিপাসার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ সময়টাতে আপনারা পিপাসার্ত মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করুন। আল্লাহ তা'য়ালা দেশ এবং দেশের জনগণকে তাঁর রাহমার চাদরে ঢেকে রাখুন। আমিন।’
আরআর/এসএন