ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে মঙ্গলবার (২০ মে) সকালে জামিন দিয়েছেন আদালত। এ প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন ঢালিউডের আরেক অভিনেতা জায়েদ খান।
মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফাইড ফেসবুকে অভিনেত্রীর একটি ফটোকার্ড শেয়ার করেন জায়েদ। যেখানে লেখা, হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এর ক্যাপশনে জায়েদ লেখেন আলহামদুলিল্লাহ।
এরপরই অভিনেতার মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেন নেটিজেনরা। সকলেই অভিনেত্রী ফারিয়ার জামিনের খবরে শুভ কামনা জানান। একই সঙ্গে ভক্তরা দাবি তোলেন, এমন ভুয়া মামলা করায় বাদীকে প্রকাশ্যে এনে আইন অনুযায়ী বিচার করার।
মন্তব্যের ঘর একজন লেখেন, নায়িকা নুসরাত ফারিয়ার জামিন; গায়ক নোবেল গ্রেফতার। দেশে তামাশা চলছে।
আরেক জন লেখেন, ভুয়া মামলার বাদীকে অবিলম্বে আইনের আওতায় আনা হউক। সঙ্গে সঙ্গে এ মন্তব্যে সহমত প্রতিক্রিয়া জানান জায়েদ।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়াসহ শোবিজের ১৭ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়। এ মামলা করেন বাদী এনামুল হক।
দায়ের করা এ মামলায় তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। ওই সময় আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেন শোবিজের ১৭ জন তারকাসহ অভিযুক্তরা।
এসএম/এসএন