সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ভাতিজা ও রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন সরকার দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ করে এলাকার শাসন চলিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগে জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ বালু ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত এবং তার এই কর্মকাণ্ডের কারণে এলাকায় ফ্যাসিবাদের শাসন বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে বাধ্যতামূলকভাবে তার বালু ব্যবহার করতে হচ্ছে, আর বালু ব্যবসা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই চেয়ারম্যান। গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কিছুদিন বিরতি নেওয়া হলেও দ্রুত আবার অবৈধ ব্যবসা ও সালিশ-দরবার চালু করেছেন তিনি।
এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক এমপির পরিবারের সঙ্গে বিএনপির অনেক নেতার রাজনৈতিক আঁতাত থাকায় পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।
ইকবাল হোসেন দাবি করেছেন, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বালুমহাল তার পুরোনো ব্যবসা। তিনি জোরজবরদস্তি করেন না।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, ইকবালের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই, তাই আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আরআর/এসএন