বিভিন্ন সময়েই বিতর্ককে সঙ্গী করে আলোচনায় আসেন উর্বশী রাউতেলা। এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ছেঁড়া পোশাক নিয়ে তুমুল সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
উর্বশী যেখানেই যান সঙ্গে থাকেন তার মা। কিন্তু এ বছর তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন তিনি।
জানিয়েছেন, কিছুদিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা উর্বশীর মায়ের। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি এ অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
এসময় উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণার উৎস। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে যান তিনি। কিন্তু এই কঠিন সময় মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়।’
উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। ফলে এ যাত্রা মোটেই মসৃণ ছিল না। তার এ কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিয়ে আসতে পারায় উর্বশীর মন ভীষণ খারাপ।
কান চলচ্চিত্র উৎসবে দুদিন যে পোশাক পরেছিলেন উর্বশী। তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। প্রথমদিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতেও ধরেছিলেন তোতাপাখি। যা দেখে সবাই বিস্মিত হয়ে যান।
উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। রবিবার উর্বশী নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিও ভাইরাল।
আরআর/এসএন