জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী, ৮ দিনব্যাপী কর্মসূচি বিএনপির
মোজো ডেস্ক 04:35PM, May 20, 2025
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। এবারের ঈদুল আজহা উপলক্ষে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ২৫ মে থেকে ২রা জুন পর্যন্ত কর্মসূচির মধ্যে ২৭ ও ২৮ মে দুইদিন তারুণ্যের সমবেশ থাকায় অন্য কোন কর্মসূচি থাকবে না।
মঙ্গলবার (২০ মে) আগামী ৩০মে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে বিএনপির যৌথসভায় রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।
কর্মসূচি:
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর দিন ৩০মে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
২৯মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাকি দিনগুলোতে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে কাপড়, রান্না করা ও শুকনো খাবার প্রদান করা হবে।
তাঁতিদল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষকদলসহ অন্যান্য অঙ্গসহযোগি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কর্মসূচি উপলক্ষে কোথাও কোন চাঁদাবাজি করলে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জিরো টলারেন্স থাকবে বিএনপির।