যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী ভারতীয়দের জন্য কঠোর আইন আনতে যাচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই আইনের আওতায়, ভারতীয় অভিবাসীদের রেমিটেন্স পাঠানোর ওপর ৫ শতাংশ কর আরোপ এবং ভারতীয় কিছু সংস্থার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ১৯ মে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটিতে "বিল ওয়ান বিগ বিউটিফুল বিল" নামের একটি খসড়া আইন অনুমোদিত হয়েছে। এই বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিকভাবে অর্থ প্রেরণের সময় ৫ শতাংশ হারে কর কেটে নেওয়া হবে। এই কর সব রেমিটেন্স, বিনিয়োগ আয় ও স্টক অপশন আয়ের স্থানান্তরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তবে এই কর মার্কিন নাগরিকদের ওপর প্রযোজ্য হবে না। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশটিতে থাকা ভারতীয় অভিবাসীরা। এতে তাদের পরিবারকে অর্থ সহায়তা পাঠানো যেমন ব্যয়বহুল হবে, তেমনি নিজ দেশে বিনিয়োগ করাও কঠিন হয়ে পড়বে।
এছাড়াও ভারতীয় কিছু ট্রাভেল এজেন্সি এবং সংশ্লিষ্ট সংস্থার মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, যা মানব পাচারকেও উৎসাহিত করছে।
ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রশাসন জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এমনকি মানবপাচারকারী চক্র ভাঙতে ভবিষ্যতেও নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এর আগে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের হাতে ও কোমরে রশি বেঁধে দেশে ফেরত পাঠানোর ঘটনাও আলোচনার জন্ম দিয়েছিল। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির পুনরাবৃত্তি হিসেবে এই উদ্যোগগুলো দেখা হচ্ছে।
এমএর/টিএ