ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগরভবনের সামনে থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুসারে, আগামীকাল বুধবার সকাল ১০টায় নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে কর্মসূচি শুরু হবে।
অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য সকাল ১০টা বিক্ষোভ সমাবেশ করবো।
এ সময়ের মধ্যে তাকে শপথ না পড়ানো না হলে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে। এর আগে আজ সকাল ১০টার দিকে ঢাকাবাসীর ব্যানারে হাজারো মানুষ গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়। পরে লোকসমাগম বেশি হলে তারা বিক্ষোভ শুরু করেন। নগর ভবনের প্রধান ফটকে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নেন। মঞ্চে গান ও জাদু প্রদর্শনী করা হয়।
এ সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী ইউনিয়ন। তারা বলেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা নাহলে এর পর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহনসেবা এবং বিদ্যুৎ সেবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।
ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো হলে কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে নগরবাসীর নাগরিকসেবা বন্ধের ঘোষণাও দেওয়া হয়।
আরএম/এসএন