আগামী ১০ জুন বহুল প্রত্যাশিত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে সমিত সোমের। বাংলাদেশের মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে কানাডা প্রিমিয়ার লিগে খেলা সমিতের জুটি দেখতে মুখিয়ে আছে দেশের ফুটবল সমর্থকরা। এই ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির টিকিট ছাড়া হচ্ছে অবশেষে। আগামী শনিবার (২৪ মে) থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। বুধবার (২১ মে) এই খবর জানিয়েছে বাফুফে।
টিকিফাই নামের ওয়েবসাইটে দুপুর ১২টা থেকে এই ম্যাচের টিকিট বিক্রয় শুরু হবে। সর্বনিম্ন ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকায় স্টেডিয়ামে বসে দর্শক-সমর্থকরা বাংলাদেশের এই খেলা উপভোগ করতে পারবেন।
সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে ৪০০ টাকাতেই পাওয়া যাবে টিকিট। তবে হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। অনলাইনে টিকিফাই থেকে এই ম্যাচের টিকিটও ক্রয় করতে পারবেন দর্শকরা।
এছাড়া সরাসরিও টিকিট কেনার সুযোগ থাকছে। ঢাকার তিনটি জায়গায় বুথ করে টিকিট বিক্রি করা হবে। তবে পেমেন্টের পুরোটাই করতে হবে ডিজিটালি।
আরআর/টিএ