বলিউডের পর্দায় কমবয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সের নায়কদের রোমান্স নতুন কিছু নয়। দক্ষিণী সিনেমাতেও এমন ট্রেন্ডিং দেখা যায়। আর এই কারণে সমালোচনার মুখে পড়েন অভিনয়শিল্পীরা। এবার জনপ্রিয় খ্যাতনামা অভিনেতা কমল হাসান পড়লেন তোপের মুখে।
সদ্যই মুক্তি পেয়েছে কমল হাসানের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’। সিনেমাটির ট্রেলার নজর কেড়েছে দর্শকদের। তবে ট্রেলারের কিছু দৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন কমল হাসান ও তৃষা কৃষ্ণান।
সদ্য প্রকাশিত ট্রেলারে কমল হাসানকে দুই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে।
যাদের একজন অভিরামি ও অপরজন তৃষা কৃষ্ণান। সমাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এমন রসায়ন। বিশেষ করে তৃষা ও কমল হাসানের রসায়ন নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা। বয়সের হিসেবে কমল হাসানের ৭১ বছরের বিপরীতে তৃষার বয়স ৪১ বছর।
বলতে গেলে হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে পর্দায় রোমান্স অনেকটাই বেমানান বলে মনে করছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ শোরগোল দেখা গেছে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন তৃষা কৃষ্ণান।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ঠাগ লাইফ’ সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণান তার ও কমল হাসানের অন-স্ক্রিন রসায়ন নিয়ে সমালোচনার জবাব দেন। তাদের মধ্যে ৩০ বছরের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তৃষা এই জুটিকে পর্দায় ‘জাদুকরী’ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ‘সিনেমাটি ঘোষণার সময়ই আমি বুঝেছিলাম, এটি এক অনন্য জুটি হবে। তখনও আমি এতে চুক্তিবদ্ধ হইনি, কিন্তু জানতাম এটি জাদু সৃষ্টি করবে।’
অভিনেত্রীর মতে, বয়সের পার্থক্য নয় বরং পারফরম্যান্স ও রসায়নই একটি জুটিকে সফল করে তোলে। তার ও কমল হাসানের ক্ষেত্রেও এমনটা হয়েছে।
‘ঠাগ লাইফ’-এ কমল হাসান ও মণি রত্নমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তৃষা জানান, “কমল স্যার ও মণি স্যারকে একসঙ্গে কাজ করতে দেখা ছিল একেবারে জাদুকরী অভিজ্ঞতা। আমরা অভিনেতারা মাঝে মাঝে ভাবতাম, ‘আরে, আমাদেরও তো কিছু করতে হবে, শুধু তাদের দিকে তাকিয়ে থাকলেই চলবে না!”
মণি রত্নম পরিচালিত গ্যাংস্টার অ্যাকশন ড্রামাটিতে অভিনয় করেছেন কমল হাসান, সিলাম্বরসন, ত্রিশা কৃষ্ণান, সানিয়া মালহোত্রা, অভিরামি, অশোক সেলভান, ঐশ্বর্য লক্ষ্মী, জোজু জর্জ, নাসার, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ এবং ভাইয়াপুরি। সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
এসএম/টিএ