একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সাড়ে ৯ মাসে একটি সংস্কারও করতে পারেনি।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কালের দাবি প্রকাশনী এ সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচনের সংস্কারের ব্যবস্থা করা; কিন্তু একটা সংস্কারও এ সরকার এখন পর্যন্ত করতে পারেনি। অথচ ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলেন। ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৬টিতে সব দল একমত হয়েছে। বেশিরভাগই তো ঐক্য হয়েছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলছেন না কেন?

স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার সিস্টেমের কর্তৃত্ব বিদেশিদের কাছে চলে যাচ্ছে কিনা, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, বর্তমানে দেশে বিদেশি পাসপোর্টধারী কতজন আছেন, সেই হিসাব পাওয়া মুশকিল। ওই রকম একজন মানুষ (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা), যিনি বাংলাদেশে এর আগে কখনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির ওপর কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করছেন। জানি না। তবে এগুলো মানুষের মধ্যে গুজব বা সংশয় তৈরি করছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে। চট্টগ্রামে উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালতের রায়ে বিএনপির ইশরাক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন; কিন্তু সেটি নিয়ে গত কয়েক দিন ধরে ঢাকা শহরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রিট করা হয়েছে। তার মানে আইন কি একেক শহর বা ব্যক্তির জন্য একেক রকম?

শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, মিয়ানমারে করিডর বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের খোলাখুলি কথা বলা প্রয়োজন। এটি নিরাপত্তা ব্যবস্থাকে কতটা সাহায্য বা বিপজ্জনক করে তুলবে, সেটির বাস্তব বিশ্লেষণ হওয়া উচিত। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, এমন কিছু দেশের মানুষ মেনে নেবে না।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিষয়ে মাহবুব উল্লাহ বলেন, আধুনিক বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় বাইরের এজেন্সিকে দিয়ে কিছু কাজ করানো অযৌক্তিক কিছু নয়। সে জন্য পুরোনো মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা দরকার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে ও আকবর খানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক, লেখক অনিন্দ্য আরিফ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি মোহন রায়হান ও গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক আব্দুন নুর প্রমুখ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১ জুলাই থেকে কার্যকর মহার্ঘ ভাতা, কোন গ্রেডে কত বৃদ্ধি পাচ্ছে? May 22, 2025
img
পঞ্চগড়ে বিএসএফের পুশইন, ২১ জন আটক May 22, 2025
img
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ May 22, 2025
দেশের ভবিষ্যৎ নির্ধারণে দরকার নির্বাচিত সরকার: সেনাপ্রধানের বার্তা May 22, 2025
img
প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : এহুদ ওলমার্ট May 22, 2025
img
ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে : আইনজীবীরা May 22, 2025
img
রাজা রামমোহন রায়ের ২৫৩ তম জন্মবার্ষিকী আজ May 22, 2025
img
শাহবাগ মোড়ে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের অবস্থান May 22, 2025
img
সারজিসের প্রশ্ন : ‘এখন আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়া উচিত নয়?’ May 22, 2025
img
রাজপথে ইশরাকের স্লোগান, কাঁপছে নগরভবন May 22, 2025
img
ফেনী সীমান্তে ৬ পরিবারের ২৭ জনকে পুশইন করল বিএসএফ May 22, 2025
img
উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম জিজ্ঞাসাবাদের মুখে May 22, 2025
img
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি May 22, 2025
img
ফাইনালে থামলেন ক্যাসেমিরো, রেকর্ড এখন রোমেরোর May 22, 2025
img
পাঁচ মাসে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৮৯ জন আটক May 22, 2025
img
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা ৭ অঞ্চলে May 22, 2025
img
কয়েক বিভাগে বজ্রবৃষ্টি, কয়েক জেলায় তাপপ্রবাহের আভাস May 22, 2025
img
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত May 22, 2025
img
রাজধানীতে দীঘিনালার সাবেক ইউপি চেয়ারম্যান লাকি গ্রেফতার May 22, 2025
img
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেয়ে রেকর্ড গড়লেন পাক ব্যাটার May 22, 2025