খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার লাকিকে (৪২) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, ডিএমপির ভাটারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীঘিনালা থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।
তিনি আরো জানান, গ্রেফতারের পর লাকিকে দীঘিনালা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে তাকে আদালতে সোপর্দ করা হয়।