মমতাজের ৯০০ কোটি টাকার কাণ্ড—রিউমর স্ক্যানারে ফাঁস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত ১২ মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ মে আদালত তাকে কারাগারে পাঠানোর পর বৃহস্পতিবার (২২ মে) দুই মামলায় তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

এদিকে, মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে—শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্যও দেখানো হয়নি। পরবর্তীতে প্রচারিত ভিডিওটিতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমর স্ক্যানার টিম। 

রিভার্স ইমেজ সার্চ করে এসএ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ডিবি অফিসে বিশেষ অভিযানের দৃশ্য এটি। অর্থাৎ, এটি মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়। 

আলোচিত ভিডিওটিতে ‘মমতাজ ভিলা’ শীর্ষক একটি নামফলক দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা, সোয়া ৫ কোটি টাকার এফডিআরসহ বিদেশী মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র‍্যাব। সেই সময়কার দৃশ্য এটি। অর্থাৎ, এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়। 

আলোচিত ভিডিওটিতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সাথে আলোচিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটিও ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা, সোয়া ৫ কোটি টাকার এফডিআরসহ বিদেশী মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র‍্যাব। সেই সময়কার দৃশ্য এটি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ May 22, 2025
img
আপনারা নিজেদের মধ্যে কথা বলুন: ফাহাম আব্দুস সালাম May 22, 2025
img
ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন?: রাশেদ খাঁন May 22, 2025
img
সৌদিতে ফ্ল্যাটে গাজীপুরের দুই ভাই খুন May 22, 2025
img
চাঁদপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, গ্রেফতার ৮ May 22, 2025
img
বাগেরহাটে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এনসিপির সভায় হট্টগোল May 22, 2025
img
উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ May 22, 2025
img
দুই সিটি নির্বাচনের শিডিউল ঘোষণা করতে সরকারকে লিগ্যাল নোটিশ May 22, 2025
img
এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না : রিফাত রশিদ May 22, 2025
img
সামান্থার সাফল্যের অনুষ্ঠানে অতিথি প্রাক্তন শাশুড়ি, প্রশংসায় পঞ্চমুখ May 22, 2025
পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত May 22, 2025
অপারেশন সিঁ'দু'রের পর পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি May 22, 2025
img
হাজারো ‘বাংলাদেশি’ কে ফেরত পাঠাতে চায় ভারত May 22, 2025
img
অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান May 22, 2025
img
জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী! জবাব দিলেন পরিচালক নীরাজ May 22, 2025
img
পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির May 22, 2025
img
ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর May 22, 2025
img
ডাচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যস্থতার যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর May 22, 2025
img
দিল্লির বিদায়ের জন্য মুকেশকে দায়ী করলেন বাদানি May 22, 2025
img
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি May 22, 2025