ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি আন্তর্জাতিক মধ্যস্থতা (বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের) দ্বারা প্রভাবিত নয়, বরং এটি একটি প্রত্যক্ষ দ্বিপাক্ষিক চুক্তির ফলাফল। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম এনওএস-কে দেয়া সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় নীতিতে সন্ত্রাসবাদের ব্যবহার নিয়ে ভারতের দীর্ঘস্থায়ী উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন এবং এমন হুমকির মোকাবিলায় ভারতের দৃঢ় প্রতিক্রিয়া জানানোর অধিকারকে সমর্থন করেন।
এর আগে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারালে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠে। ভারতের জবাব ছিল ‘অপারেশন সিন্ধুর’—পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরে ৯টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা।
সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, ‘১০ই মে পাকিস্তানি সেনাবাহিনী হটলাইনের মাধ্যমে প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।পাকিস্তানি জেনারেল আমাদের জেনারেলকে সরাসরি জানানোর পর আমরা সাড়া দিই। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কেবল উদ্বেগ প্রকাশ পর্যন্তই সীমিত ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভায়েস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করলেও তাদের ভূমিকা মধ্যস্থতায় নয়, বরং আলোচনায় সীমিত ছিল। এছাড়াও ইউএস প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়নি।’
এসএন