প্রথম দিন সাদা বেনারসি, সিঁথিতে সিঁদুর—একেবারে ভারতীয় ঐতিহ্যে মোড়া এক ঐশ্বরিয়া রাই বচ্চন। আর দ্বিতীয় দিন? পুরোপুরি বদলে গেলেন তিনি। কানে ২০২৫-এর লাল গালিচায় এবার দেখা গেল তাঁকে গাঢ় কালো গাউনে, হলিউডি ঝলকে মোড়া এক ভিন্ন রূপে।
বৃহস্পতিবার (ভারতীয় সময় বুধবার গভীর রাত) কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনের লাল গালিচায় পা রাখেন ঐশ্বরিয়া। এদিন তাঁর পরনে ছিল গৌরব গুপ্তর নকশা করা পুরনো হলিউড ঘরানার কালো ভেলভেট গাউন। সঙ্গে ছিল রুপোলি ব্রোকেড স্টোল, যা নায়িকার উচ্চতা ছাপিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তৈরি করেছে এক ধরনের নাটকীয় সৌন্দর্য।
প্রথম দিনে ছিল মণীশ মালহোত্রর সাদা বেনারসি শাড়ি। চুল বাঁধা, সিঁথিতে সিঁদুর—সব মিলিয়ে এক গাঢ় ভারতীয় আবহ। সেই চেনা ঐশ্বরিয়ার বিপরীতে দ্বিতীয় দিন দেখা গেল এক ঝলমলে আন্তর্জাতিক রূপ। ঠোঁটে লাল লিপস্টিক, ঢেউ খেলানো বাদামি চুলে খোলা কাঁধ ছুঁয়ে থাকা সেই ঐশ্বরিয়া যেন ধরা দিলেন একেবারে অন্য আলোয়।
নকশাকার গৌরব গুপ্ত ঐশ্বরিয়ার গাউনটিকে পরিণত করেছেন এক রাত্রির আকাশে। ভেলভেটের জমিনে সিকুইনের কাজ যেন রাশি রাশি তারার মতো। গাউনটির সৌন্দর্য এতটাই যে, তা শুধু ফ্যাশন নয়, যেন এক শিল্পকর্ম।
প্রতি বছরের মতো এবারও দু'দিনের লাল গালিচায় দেখা মিলেছে ঐশ্বরিয়ার। আর প্রতিবারের মতোই এবারও কন্যা আরাধ্যাকে দেখা গেছে তাঁর সঙ্গে। মায়ের হাত ধরে লাল গালিচায় পা রাখার মুহূর্তে ক্যামেরা যেন আর সরাতে পারেনি।
ঐশ্বরিয়ার এই ভিন্ন ভিন্ন সাজ কেবল রূপেই নয়, বার্তায়ও বলছে অনেক কিছু। কখনও ভারতীয় শিকড়, কখনও গ্লোবাল গ্ল্যামার—দু'য়ের মেলবন্ধনেই যেন কানের মঞ্চে বারবার চমকে দিচ্ছেন তিনি।
এমআর/টিএ