দুই উপদেষ্টাকে ‘ভারতের চর’ আখ্যা দিয়ে অপসারণের দাবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে ‘ভারতের চর’ আখ্যা দিয়ে অপসারণের দাবি জানিয়েছেন সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য নামের একটি প্লাটফর্ম।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টায় ‘জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসনের রুখতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে  প্রতিবাদ র‌্যালি শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যের এসে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি করা হয়।

বিএনপি, জামায়াত, এবি পার্টি এমনকি জুলাই ঐক্য জোটের মধ্যেও ফাটল ধরানোর চেষ্টা করছে দাবি করে জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ যারা জুলাই বিপ্লবকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানানোর চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব।  

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, সচিবালয়, গণমাধ্যম, প্রশাসনসহ সব জায়গা থেকে ভারতীয় দোসরদের অপসারণ করতে হবে।   

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে জুলাই ঐক্যের এই সংগঠক বলেন, ১৬ দিন হয়ে গেলেও জুলাইয়ের ঘোষণাপত্রের কোনো আভাস দেখছি না। অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রদান করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করুন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ভারতীয় আধিপত্যবাদের দোসররা চক্রান্ত করছে। তারা দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দিতে চায় বলেও দাবি করেন তিনি। 

জুলাই ঐক্যের আপ বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর আপনার সরকার গঠিত। আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। জুলাইয়ের ঐক্যকে যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন। অন্তর্বর্তীকালীন সরকারে যে সকল ভারতীদের পুনর্বাসন করা হয়েছে তাদের চিহ্নিত করে অতি দ্রুত অপসারণ করতে হবে।

বিক্ষোভে মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, জুলাইযোদ্ধারা আজও রাজপথে, ঘরে ফেরেনি। যতক্ষণ না গাদ্দারদের বিচার হয় এবং একটি স্পষ্ট ঘোষণাপত্র জাতির সামনে আসে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের রক্তে বিশ্বাসঘাতকদের স্থান নেই।

সংক্ষিপ্ত এই সমাবেশে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জুলাই ঐক্যের পক্ষ থেকে তিন দফা দাবি জানান। জুলাই ঐক্যের ৩ দফা দাবির মধ্যে রয়েছে—

১) জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

২) উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যাতিব্যাস্ত অবিলম্বে তাদের অপসারন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

৩) অবিলম্বে জুলাই ঘোষণাপত্র যথা সময়ে দিতে হবে।

 এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

হতাশ প্রধান উপদেষ্টা, অভিমানে করতে চান পদত্যাগ May 23, 2025
img
রাবিতে ১২টি স্থাপনার নাম পরিবর্তন May 23, 2025
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বন্ধ করল যুক্তরাষ্ট্র May 23, 2025
img
নেত্রকোনায় ঈদ শুভেচ্ছা বিলবোর্ড নিয়ে সংঘর্ষ, নিহত ১ May 23, 2025
img
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত May 23, 2025
img
রুটের নতুন মাইলফলক, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড May 23, 2025
img
‘মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’ May 23, 2025
img
দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস May 23, 2025
img
জুলাই ঐক্য রক্ষায় ঢাবিতে বিক্ষোভ May 23, 2025
img
লন্ডনে জব্দ হলো সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি May 23, 2025
আব্দুল কাদের জিলানী রহঃ এর কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 23, 2025
img
নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, প্রধান উপদেষ্টাকে গয়েশ্বর May 23, 2025
img
রাজধানীতে ব্যাংকের ভেতর থেকে চুরি হলো গ্রাহকের টাকার ব্যাগ May 23, 2025
img
মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি : শায়খ আহমাদুল্লাহ May 23, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে ২৯ May 23, 2025
img
ঈদুল আজহা উপলক্ষে ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ May 23, 2025
আমাদের আরও শিখতে হবে, সিরিজ হেরে বললেন লিটন May 23, 2025
img
রাজনৈতিক টালমাটাল সময়ে আজহারীর ঐক্যের আহ্বান May 23, 2025
img
অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি দিল বিএনপি May 23, 2025
img
যানজট নিয়ে পিয়ার ক্ষোভ! May 23, 2025