ইংল্যান্ডের ব্যাটিং ভরসা জো রুট আবারও দেখিয়ে দিলেন কেন তিনি বর্তমান যুগের সেরা টেস্ট ব্যাটারদের একজন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে তাঁর প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। সহজেই সেই রান পূর্ণ করে রুট গড়লেন নতুন ইতিহাস—সবচেয়ে কম ম্যাচ খেলে টেস্টে ১৩,০০০ রান করার রেকর্ড এখন তাঁর দখলে।
মাত্র ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে দিয়েছে কিংবদন্তি ব্যাটারদেরকেও। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩,০০০ রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। এছাড়া ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) এবং ভারতেরই শচীন টেন্ডুলকার (১৬৩ ম্যাচ) ছিলেন এই তালিকায় রুটের আগে।
তবে ইনিংসের হিসাবে কিছুটা পিছিয়েই আছেন রুট। তিনি এই রান সংগ্রহ করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবুও, এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে ১৩,০০০ রান ছুঁয়েছেন। বিশ্বব্যাপী তিনি হয়েছেন মাত্র পঞ্চম ব্যাটার, যাঁর নামের পাশে রয়েছে এই রেকর্ড।
২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন জো রুট। সেই থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিকতা, ধৈর্য, আর ম্যাচ পাঠ করার অসাধারণ দক্ষতায় রুট গড়েছেন একের পর এক রেকর্ড।
এই অর্জনের ফলে টেস্ট ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার দৌড়েও এখন অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রুট। সময়ের সাথে যদি তাঁর ফর্ম এবং ফিটনেস অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো শচীন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারেন ৩৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার।
আরএ/টিএ