গ্রাহক সেজে ব্যাংকের ভেতর থেকে আরেক গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে এক চোর। সবার চোখের সামনে চুরি হলেও কেউ বুঝতে পারেনি, এমনকি সিকিউরিটি গার্ডও নয়। পরে ওই গ্রাহক তার টাকার ব্যাগ খুঁজে না পেয়ে ঘটনাটি জানাজানি হয়।
রোববার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংক পিএসসি’র লোকাল অফিসে ঘটনাটি ঘটে। পরে বুধবার (২১ মে) মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. আবু জাফর। মামলার নম্বর ২৬।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছেন মধ্যবয়সী এক ব্যক্তি। তার পরনে ফুলহাতা নীল শার্ট, কালো প্যান্ট, মাথায় টুপি এবং পায়ে বেল্টের জুতা। মোবাইল কানে রেখে হাঁটতে হাঁটতে একটি টেবিল থেকে একটি কালো ব্যাগ নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান তিনি। এজন্য মাত্র ১৫ সেকেন্ড সময় নেয় চোর।
ভুক্তভোগী মো. আবু জাফর এফ অ্যান্ড জে অ্যাক্সেসরিজের চেয়ারম্যান। তিনি ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী মাস্টারপাড়ায়।
মো. আবু জাফরের ভাষ্যমতে, সেদিন ব্যবসায়িক কাজের জন্য উত্তরা ব্যাংকের ওই শাখা থেকে ১০ লাখ টাকা উত্তোলন করেন। এর মধ্যে সাড়ে ৪ লাখ টাকা অন্য ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠিয়ে দেন। বাকি সাড়ে পাঁচ লাখ টাকা নিজের সঙ্গে থাকা একটি কালো ব্যাগে রাখেন। কিন্তু ব্যাগটি ব্যাংকের এক টেবিলে রেখে আরেক টেবিলে কোনো প্রয়োজনে যান। ফিরে এসে দেখেন ব্যাগ নেই।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান এই মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলাটি রেকর্ড করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চোরকে খুঁজে বের করতে পারেনি পুলিশ।
এসএম/টিএ