প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে পা রাখলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। লাল গালিচায় ঝলমলে উপস্থিতি দিয়ে নজর কাড়লেন আন্তর্জাতিক ফ্যাশন ও বিনোদন মহলে। আর এই উপলক্ষে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়ার মা স্ম্রুতি পাহাড়িয়া—যাঁকে অনেকে জাহ্নবীর হবু শাশুড়ি বলেই আখ্যায়িত করছেন।
স্ম্রুতি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “জানু, তোমার অসাধারণ কান অভিষেকের জন্য অভিনন্দন। আজীবন সফল হও, সবসময় এভাবেই আলো ছড়াও।” এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
অন্যদিকে, জাহ্নবী এই কান সফরে শুধুই গ্ল্যামার নয়, বরং নিজের মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে গভীরভাবে মিস করছেন বলেও জানান। কখনো ঘোমটা টানা গোলাপি ঝুলের গাউনে, কখনো পিঠখোলা স্টাইলিশ পোশাকে দেখা গেছে তাঁকে—সবখানেই ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও রুচিশীলতা।
তবে পোশাক নিয়ে কানে এবার কিছুটা বিতর্কেও জড়িয়েছেন জাহ্নবী। কারণ উৎসব কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী বড় ঝুলের পোশাক এ বছর নিষিদ্ধ। নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধ চালু হলেও, তা উপেক্ষা করে দুটি দিনই লম্বা ঝুলের পোশাকেই লাল গালিচায় হাজির হন জাহ্নবী।
জানা গেছে, বলিউডের আলোচিত এই প্রেমিক জুটি—জাহ্নবী ও শিখর—এখন আর নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক করেন না। তাঁরা একসঙ্গে ঘুরে বেড়ান, অংশ নেন নামিদামি অনুষ্ঠানেও। এমনকি জাহ্নবীর অসুস্থতার সময় শিখরের মা তাঁর পাশে ছিলেন পুরোটা সময়জুড়ে।
সব মিলিয়ে জাহ্নবীর কান যাত্রা যেন শুধু একটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ নয়, বরং এটি হয়ে উঠেছে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক।
আরএ/টিএ