ভারতের মুম্বাইয়ের জনবহুল রাস্তায় হেনস্তার শিকার হয়েছিলেন গায়িকা তথা অভিনেত্রী সোফি চৌধুরী। এতে মানসিকভাবে খুব ভেঙে পড়েন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মাসখানিক আগে অভিনেত্রীর সঙ্গে ঘটনাটি ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন সেই ভয়াবহ ঘটনাটি।
সোফি জানান, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি ‘অশালীন’ ভঙ্গিমা করতে শুরু করেন। সোফির কথায়, ‘কিছু দিন আগেরই ঘটনা। বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল সে।’
সেই ব্যক্তি ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন কি না, জবাবে সোফি বলেছেন, ‘আমার মনে হয় না সচেতনভাবে সে এই কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষেরা কোনো কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।’
তবে এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। খার অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফি। তখন এক ব্যক্তি তাকে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।
সোফির কথায়, ‘এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে গেছে। মনে আছে, তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে ছবি তুলতে শুরু করল।’
বর্তমানে নিরাপত্তারক্ষীরা সঙ্গে থাকে সোফির। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীরা সেলফি তোলার ওছিলায় অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেন সোফি।
এফপি/টিএ