৯ মাসের মধ্যেই জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (২৩ মে) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনায় আমার দেশ পত্রিকার খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ১১ বছরে আমাদের প্রতি যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা, তার সরকার এবং ভারতের সাম্রাজ্যবাদ, এর থেকে মুক্তি আমরা পেয়েছি এই মহান জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। যেন ৯ মাসের মধ্যেই আমাদের সেই জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এবং আমাদের কিছু কিছু সরকারি কর্মকর্তাদের তাদের যে মাত্রা সেটা তারা অতিক্রম করবার চেষ্টা করছেন। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের সচেতন থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু নিউজ দিতে হবে সঠিকভাবে। পাঠক রাজনৈতিক নিউজ পড়তে পছন্দ করে। আমরা জানি না দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। পরিস্থিতি যাই হোক আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আমরা আশা করি যে এই অনিশ্চয়তা কেটে যাবে। ইউনূস সরকার টিকে যাবে। ইউনূস সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আপনাদের কিন্তু পরীক্ষা আরও বাড়বে। কারণ নির্বাচনের সময় আপনি চিন্তা করবেন আমি জামায়াতের সাপোর্টার, কাজেই জামায়াতের পক্ষে নিউজ করবো। আবার আপনি চিন্তা করবেন আমি বিএনপির সাপোর্টার, বিএনপির পক্ষে নিউজ করবো, এটা চলবে না। এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা আর আমার দেশের সাথে কাজ করতে পারবেন না।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবিদ। এজন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ দিতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি।
তিনি বলেন, আমার দেশ পরিবার জেল খেটেছে, লড়াই করেছে, অত্যাচার সহ্য করেছে, সহ্য করে আমার দেশের ব্র্যান্ড তৈরি করেছে। কোনো ব্যক্তি বা দল ব্র্যান্ড তৈরি করে দেয়নি। বরং রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক মহাসচিব এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন আমার দেশের মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের। খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ ও যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহসান কবীর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার।
এফপি/টিএ