দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
শুক্রবার (২৩ মে) দিনব্যাপী ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার দোয়ারীপাড়া ও মুসলিম বাজারে গণসংযোগ করে সর্বসাধারণের মধ্যে ধানের শীষ প্রতীক সংবলিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি গোষ্ঠী একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারো কারো ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। তাদের নিজেদের ক্ষমতার লোভের কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, লড়াই করেছি এ ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বৈরাচার মুক্ত করেছি এই পরিস্থিতি দেখার জন্য নয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতান্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।
জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে মন্তব্য করে আমিনুল হক বলেন, আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি তখনই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের গায়ে ঝালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর অপচেষ্টা করে যাচ্ছে।
৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি এ দেশের তরুণ প্রজন্মের চিন্তাভাবনাকে সামনে রেখে এ দেশের জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণভাবে স্বৈরাচারমুক্ত হবে।
আরআর/টিএ