হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি গঠন, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় হবিগঞ্জ বার লাইব্রেরিতে সংগঠক পলাশ মাহমুদের সভাপতিত্ব ও নূরুল হক টিপুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন মেজর (অব.) ফেরদৌস কায়সার খান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল আহাদ খান, অ্যাড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যক্ষ দ্বিন ইসলাম, আব্দুল ওয়াহিদ মনির, ফয়সাল আহমেদ, সাইদ সোহেল, ইফতেকার আলম ঝলক, মিজানুর রহমান জামাল, সালমান, মোহাম্মদ আলী, নবীর হুসেন, সাইফুর রহমান, মজনু মিয়া, শামিম আহমেদ, সেজু মিয়া, আরিফ আহমেদ, রুহান গাজী, অলিউর রহমান বামসী, আব্দুল্লাহ আল কাদী, শেখ রুবেল আহমেদ, সাজিবুর রহমান, অভিনাল গোসামী, তোফাজ্জল মিয়া, পেশোয়ার শরিফ, সালমান আহমেদ, শাকের আমিন, মাশরাফি মাহি, জামিল আহমদ সুমন, সিরাজুল ইসলাম, সঞ্জয় দাস, রোশান আরাফাত প্রমুখ।
সভাপতির বক্তব্যে পলাশ মাহমুদ বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের পাশ কাটিয়ে চিহ্নিত অপরাধী, আওয়ামী দোসরদের নিয়ে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কোনো কমিটি হতে পারে না।
যারা নাগরিক কমিটি এবং বর্তমান নাগরিক পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করে আসছেন, তাদের নিয়ে কমিটি দিতে হবে। কেউ যদি পকেট কমিটি বা কোরাম মেনটেইন করে কমিটি দিতে চান- সেটা নাগরিক পার্টি প্রত্যাখ্যান করবে। বক্তব্যে তিনি জুলাই যোদ্ধাদের একত্রিত থাকার আহ্বান জানান।
আরএম