সারা বিশ্বের বিনোদনপ্রেমীদের নজর এখন কান চলচ্চিত্র উৎসবে। গত দুই সপ্তাহ ধরেই জমজমাট ফ্রান্সের কান শহর। চলচ্চিত্রের উৎসবে নির্মাতা, শিল্পী, দর্শকের আনাগোনায় মুখর ছিল সমুদ্রঘেঁষা ছোট্ট শহরটি। আজ পর্দা নামবে কান উৎসবের ৭৮তম আসরের।
দিনটি একইসঙ্গে আনন্দ ও বিষাদের। কারণ আজকের সমাপনী আসরে যাঁরা পুরস্কার জিতবেন, তাঁরা ফিরবেন অফুরান আনন্দ নিয়ে। আর খালি হাতে যাঁরা ফিরবেন, তাঁদের অভিজ্ঞতার ঝুলি ভারী হবে বটে, মন খারাপও থাকবে সমান্তরালে। আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী আসর।
সঞ্চালনায় থাকবেন লওরা লাফি। পুরস্কার ঘোষণা করবেন জুরিপ্রধান জুলিয়েট বিনোশ।
ইতিহাস গড়বে বাংলাদেশ?
যেদিন কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিলো বাংলাদেশ, আদনান আল রাজীবের ‘আলী’র সুবাদে সেদিনই ইতিহাসের পয়লা অধ্যায় রচিত হয়ে গেছে। এবার কৌতূহল কাঙ্ক্ষিত বিজয়ের।
গতকাল ছবিটির প্রদর্শনী হয়েছে। উপস্থিত ছিলেন নির্মাতা, ছবির প্রধান অভিনেতা আল আমিন, প্রযোজকসহ কয়েকজন। আজ পুরস্কার বিতরণে উচ্চারিত হবে বাংলাদেশের নাম? টানটান উত্তেজনায় অপেক্ষায় আছেন বাংলার চলচ্চিত্রপ্রেমীরা।
কার হাতে উঠবে স্বর্ণপাম
মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৩টি ছবি। এগুলো থেকে চুলচেরা বিশ্লেষণ শেষে সেরা ছবির পাশাপাশি পুরস্কার দেওয়া হবে সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারকে।
এরই মধ্যে নিউইয়র্ক টাইমস, ভ্যানিটি ফেয়ারসহ একাধিক গণমাধ্যমে স্বর্ণপামের পূর্বানুমান প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদন অনুযায়ী, স্বর্ণপামের দৌড়ে এগিয়ে আছে ওয়াখিম ট্রিয়ারের কমেডি-ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। এ ছাড়া ইরানের জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, ব্রাজিলীয় ছবি ‘দ্য সিক্রেট এজেন্ট’কেও স্বর্ণপামের ভাগিদার মনে করা হচ্ছে।
সেরা অভিনেতার দৌড়ে সামনের সারিতে আছেন ওয়াগনার মোরা [দ্য সিক্রেট এজেন্ট] ও গিয়েল্ম মারবেক [নুভেল বাগ]। জেনিফার লরেন্সের [ডাই, মাই লাভ] হাতে উঠতে পারে সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া লুসিয়া গার্সিয়ার [সেন্টিমেন্টাল ভ্যালু] নামও শোনা যাচ্ছে।
এফপি/এসএন