গতকাল (২৩ মে) মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের শেষ পরিবেশনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং গায়ক ও সংগীতায়োজক প্রীতম হাসানের ‘লাগে উরাধুরা’ গান ও নৃত্যের সঙ্গে দুই উপস্থাপক অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ যোগ দিলে এক অভূতপূর্ব মুহূর্ত রচিত হয়।
প্রীতমের গানের সাথে নেচেছেন শাকিব খান, আফরান নিশো ও তাসনিয়া ফারিণও। ‘লাগে উরাধুরা’ গানটি পরিবেশনার মুহূর্তটি প্রীতমের তার নিজ ফেসবুক পেজে শেয়ার করেছেন। লিখেছেন, “আবারও অনুভব করা, সেই গান, সেই দল—‘লাগে উরাধুরা’ শুধু একটা গান নয়, এটা বাংলা চলচ্চিত্র শিল্পের পুনর্জাগরণের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।”
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছেন, ‘যিনি গত ২৫ বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে আগলে রেখেছেন, সেই মেগাস্টারকে আমাদের স্যালুট—আজও আমরা তার অক্লান্ত পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।’
এছাড়া, অনুষ্ঠানের উপস্থাপক অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন প্রীতম।
তিনি লিখেছেন, ‘মুহূর্তটিকে আপন করে নিয়ে আমাদের সঙ্গে উদযাপন করার জন্য ফারিণ ও নিশো ভাইকে ধন্যবাদ।’
আরএম