গত ১ মে ভারতে মুক্তি পায় অজয় দেবগন অভিনীত বলিউড সিনেমা ‘রেইড টু’। রাজ কুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’-এর সিক্যুয়েল এটি। দুর্নীতির বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযানকে ঘিরে নির্মিত এই ছবির গল্প দর্শকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে, পাশাপাশি সমালোচকরাও ছবির প্রশংসা করেছেন।
ছবিটি মুক্তির ২২ দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে বক্স অফিসে ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৬.৮৫ কোটি রুপি। স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির ২২তম দিনে ছবির আয় ছিল ১.৭৫ কোটি রুপি। ১৬০ কোটির লক্ষ্যে দৌড় শুরু করলেও ১৫০ কোটির গণ্ডি পার হতেই ধীরে ধীরে কমতে শুরু করেছে সিনেমাটির দৈনিক আয়।
মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। প্রথম চার দিনেই ‘রেইড টু’ প্রায় ৭০ কোটি রুপির বেশি আয় করে ফেলে। রোববারে ছবির সর্বোচ্চ আয় হয়েছিল ২২ কোটিরও বেশি। সপ্তাহের শেষে মোট কালেকশন দাঁড়ায় ৯৫.৭৫ কোটি রুপিতে। এরপর তৃতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে ছবির ব্যবসা কমতে শুরু করে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত প্রতিদিনের আয় কমতে কমতে এসে ঠেকে ১.৭৫ কোটি রুপিতে।
এই মুহূর্তে ‘রেইড টু’ অজয় দেবগনের আগের দুই হিট ছবি—‘সিংহাম রিটার্নস’ ও ‘শয়তান’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে ফেলেছে। এখন নজর রয়েছে ১৬০ কোটির মাইলফলক স্পর্শ করার দিকে। তবে যেভাবে দৈনিক আয়ের হার কমছে, তাতে করে আগামী কয়েকদিনের বক্স অফিস পারফরম্যান্সই ঠিক করে দেবে ছবিটি ঠিক কতদূর যেতে পারবে।
আরআর/টিএ