জুলাই ঐক্য রক্ষায় ঢাবিতে বিক্ষোভ

রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে বিভাজন এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ র‌্যালি ও সমাবেশ করেছে গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে র‌্যালি শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সমাবেশে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা বলেন, “যে ঐক্য নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম সে ঐক্য ভাঙতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করে জুলাই ঐক্যকে বিনষ্ট করতে চাইবে জুলাই জনতা তাদেরকে আবারও দিল্লিতে পাঠিয়ে দেবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা লড়ে যাবো। ভারতীয়, মার্কিন আগ্রাসনে ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জুলাই জনতা বুক পেতে আবার রাজপথে নেমে আসবে। আমরা আবারও বুকের তাজা রক্ত দেবো তবুও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হতে দেবো না।”

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সচিবালয়ে ফ্যাসিবাদের অনেক দোসর বসে আছে। ৩১ মে এর মধ্যে সচিবালয় থেকে ফ্যাসিবাদের সকল দোসর অপসারণ না করলে সচিবালয় ঘেরাও হবে।”

জুলাই ঐক্যের আপ বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যে সকল ভারতীদের পুনর্বাসন করা হয়েছে তাদের চিহ্নিত করে অতি দ্রুত অপসারণ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের রক্তের ওপর আপনার সরকার গঠিত। আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। জুলাইয়ের ঐক্যকে যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন।”

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার না দিয়ে উপদেষ্টারা ক্ষমতা উদযাপন শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারে ভারতীয়

আধিপত্যবদের দোসরা আবারও দেশকে ভারতের কাছে তুলে দিতে চায়। উপদেষ্টা পরিষদে ভারতীয় কোনো দালাল থাকতে পারবে না। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তা সফল হবে না। এবার রাজপথে নামতে হলে আপনাদের উৎখাত করে দেশ ছাড়া করা হবে। যারা জুলাই ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন।”

এছাড়াও জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সমাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জুলাই ঐক্যের পক্ষ থেকে তিন দফা দাবি জানান। জুলাই ঐক্যের ৩ দফা দাবির মধ্যে রয়েছে— 

ক) জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

খ) উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যাতিব্যাস্ত অবিলম্বে তাদের অপসারন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

গ) অবিলম্বে জুলাই ঘোষণাপত্র যথা সময়ে দিতে হবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূসের পাশে চিহ্নিত ৩-৪ জন বিষ বলয় তৈরী করেছে: জুলকার নাইন সায়ের May 23, 2025
img
‘বাতিল অভিনেতা’ রাহুলকে কটাক্ষ ABVP-র May 23, 2025
img
দেশে ফিরেই বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার May 23, 2025
img
গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া যোগাযোগবিচ্ছিন্ন May 23, 2025
img
নিজেদের স্যাটেলাইট সেবা পাকিস্তানকে ব্যবহার করতে দিতে রাজি চীন May 23, 2025
img
এক-এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না : ইকবাল করিম May 23, 2025
img
তিন মাসেও শুভশ্রী জানতেন না তিনি গর্ভবতী May 23, 2025
img
'জল বন্ধ করলে শ্বাস বন্ধ করে দেব': পাক সেনা May 23, 2025
img
চার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ হেফাজতে ইসলামের May 23, 2025
নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন, বললেন হান্নান মাসউদ May 23, 2025
img
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’: আবেগে ভাসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা May 23, 2025
img
ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী May 23, 2025
img
অমিতাভের ‘গায়ের জ্বালা’ শত্রুঘ্নের ওপর! May 23, 2025
img
আমরা জঙ্গিদের লক্ষ্য করেছিলাম, কিন্তু পাকিস্তান তা ব্যক্তিগতভাবে নিয়েছে: অমিত শাহ May 23, 2025
জুলাই বাঁচাতে ডকুমেন্টারি প্রদর্শন করবে May 23, 2025
img
সবুজ শাড়িতে কলকাতায় ঝলমলে আনুশকা May 23, 2025
img
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী আনবার নাজাহর মৃত্যু ঘিরে রহস্য May 23, 2025
img
তালহা নয়টি বিয়ে করেছেন, রেজিস্ট্রেশন ছাড়াই: হ্যাপি May 23, 2025
img
পিএসএলে মনোযোগী সাকিব May 23, 2025
img
সুচিত্রা সেন শুধু পাবনার না, বাংলাদেশের ব্র্যান্ড : প্রিন্স মাহমুদ May 23, 2025