সমাজমাধ্যমে বিপুল কটাক্ষের শিকার হন জাহ্নবী। তারকাসন্তান হওয়ার জন্য তাঁকে নিয়ে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। কখনও আবার চেহারার গড়ন, কখনও বা তাঁর অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবী-কন্যা।
জনসমক্ষে জাহ্নবী কপূরকে অপমান করা হয়েছে বলে দাবি করলেন পরিচালক নীরজ ঘেওয়ান। নীরজের ছবি ‘হোমবাউন্ড’ প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লাল গালিচায় জাহ্নবীর পাশে দেখা গিয়েছে পরিচালককেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলেন নীরজ।
সমাজমাধ্যমে বিপুল কটাক্ষের শিকার হন জাহ্নবী। তারকাসন্তান হওয়ার জন্য তাঁকে নিয়ে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। কখনও আবার চেহারার গড়ন, কখনও বা তাঁর অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবী-কন্যা। কিন্তু ‘হোমবাউন্ড’ নাকি জাহ্নবীর প্রতি সমস্ত ধারণা বদলে দেবে।
নীরজ বলেছেন, “জনসমক্ষে অপমান করা হয়েছে জাহ্নবীকে। তীব্র কটাক্ষের শিকার ও। কিন্তু এই ছবিতে ওর সত্যিকারের প্রতিভা দেখতে পাবে মানুষ। দর্শক এই ছবি দেখলেই বুঝবে, ও কতটা প্রতিভাময়ী।” এই ছবির শুটিং চলাকালীন বাবাসাহেব অম্বেডকরের ‘অ্যানিহিলিশন অফ কাস্ট’ বইটি জাহ্নবীকে উপহার দিয়েছিলেন নীরজ। পরিচালক বলেছেন, “বইটি পেয়ে শামুকের গর্তে ঢুকে গিয়েছিল জাহ্নবী।”
ছবির প্রযোজক কর্ণ জোহর জানিয়েছেন, পরিচালকের সঙ্গে ১০ দিনের ওয়ার্কশপ করেছিলেন জাহ্নবী। এই সময়টায় জাহ্নবী মনে করতেন, তিনি কোনও মনোবিদের সঙ্গে রয়েছেন। নিজের মনের অন্দরেও নানা পরিবর্তন দেখেছেন তিনি। কর্ণ বলেছেন, “জাহ্নবী এখনও বলে, ওই সাত-আট দিন ওর জীবনের সেরা সময় কেটেছে।”
এই মুহূর্তে ‘হোমবাউন্ড’ ছবির কাজেই ব্যস্ত জাহ্নবী। এ ছবিতে ফুটে উঠবে উত্তর-পূর্ব ভারতের এক গ্রামের কাহিনি। এ ছবিটি কান চলচ্চিত্রোৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে। প্রযোজক হিসাবে যোগ দিয়েছেন মার্টিন স্করসেসি।
এফপি/টিএ