উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে একাধিক তারকাকে পাচ্ছে না জার্মানি। পর্তুগালের বিপক্ষে তাদের মাঠে নামতে হবে জামাল মুসিয়ালা, অ্যান্তোনি রুডিগার ও কাই হাভার্টজকে ছাড়া।
বৃহস্পতিবার (২২ মে) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানি কোচ জুলিয়ান নাগেলসম্যান। দলে দুই নতুন মুখ নিক ভয়টেমাডে ও টম বিশফ। আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৪ জুন পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে থাকবেন না একাধিক তারকা খেলোয়াড়। উরুর মাংসপেশির চোটে এপ্রিলের শুরু থেকে মাঠের বাইরে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার মুসিয়ালা। চোট কাটিয়ে মাঠে ফিরতে কাজ করে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নাগেলসম্যান। তাই রাখা হয়নি স্কোয়াডে। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রুডিগার হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি।
অন্যদিকে ইনজুরি কাটিয়ে আর্সেনালের শেষ ম্যাচে মাঠে ফিরলেও হাভার্টজকে দলে রাখেননি নাগেলসম্যান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ নিক ভয়টেমাডে ও টম বিশফ।
স্টুটগার্টের হয়ে চলতি মৌসুমে ভালো খেলছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ভয়টেমাডে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৬ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে ১৯ বছর বয়সী মিডফিল্ডার বিশফ হফেনহেইমের জার্সিতে চলতি মৌসুমে ৪১ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। সতীর্থের ৩ গোলে রেখেছেন অবদান। সম্ভাবনাময় এই ফুটবলারকে চার বছরের চুক্তিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
জার্মানির স্কোয়াড
গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ওলিভার বাউম্যান ও অ্যালেক্সান্দার নুবেল
ডিফেন্ডার: রবার্ট অ্যান্ড্রিখ, ওয়ালডেমার অ্যান্তন, ইয়ান অরেল বিসেক, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলান মিতেলস্তাদত, ডেভিম রাউম ও জনাথন তাহ
মিডফিল্ডার: করিম আদেমি, নাদিম আমেরি, টম বিশফ, সার্জ জিন্যাব্রি, লিওন গোরেজকা, রবিন গোসেনস, প্যাসকেল গ্রোব, ফেলিক্স এনমেখা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, অ্যাঞ্জোলে স্টিলার ও ফ্লোরিয়ান উইর্টজ
ফরোয়ার্ড: নিকলাস ফুয়েলখুগ, ডেনিজ উনদাভ ও নিক ভয়টেমাডে
আরআর/টিএ