দ্য হেগে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টিার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে ঢাকায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘শাবাব বিন আহমেদকে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ-এ আপনার (শাবাব বিন আহমেদ) বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘শাবাব বিন আহমেদ ও তার পরিবারের সদস্যগণ ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন। গত ২১ নভেম্বর ২০২৪ আপনার (শাবাব বিন আহমেদ) অনুকূলে জারিকৃত বাংলাদেশ উপ হাইকমিশন, কোলকাতা-এ উপ-হাইকমিশনার পদে আপনার বদলি আদেশ নং- ১৯,০০,০০০০,১১১.৪০.৩১৪.২০/১০১৪ এতদ্বারা বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে শাবাব বিন আহমেদকে ডেপুটি হাইকমিশনার হিসেবে কলকাতায় পোস্টিং অর্ডার করা হয়। আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তার দায়িত্ব নেয়ার কথা ছিলো।
সম্প্রতি তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেয়ার প্রথা সম্প্রতি বন্ধের নির্দেশ দিয়েছেন। তার এই পদক্ষেপে কলকাতা মিশনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এসএন