অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও কখনো কোনো বিজ্ঞাপনচিত্রে অংশ নেইনি : হানিফ সংকেত

বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ হানিফ সংকেত, যিনি আশির দশক থেকে 'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন, সবসময়ই নীতিনিষ্ঠ ও নির্লোভ অবস্থান বজায় রেখেছেন।

উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক হিসেবে খ্যাতিমান এই ব্যক্তিত্ব কখনো কোনো বিজ্ঞাপনচিত্রে অংশ নেননি, এমনকি নিজের কণ্ঠও কোনো পণ্যের সঙ্গে ব্যবহার করতে দেননি।

তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞাপনে তার কণ্ঠ নকল করা হয়েছে। বিষয়টি জানার পর হানিফ সংকেত তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বরেণ্যে এ ব্যক্তিত্ব লেখেন, ‘প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে, প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। বর্তমান সময়ের সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটনও। যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন।’

তিনি লিখেছেন, ‘গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি, একটি প্রতারক চক্র ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের।’

এরপরই নিজের নির্লোভ ও নীতিনিষ্ঠার কথা জানান দিয়ে হানিফ সংকেত লেখেন, ‘অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরণের এআই কিংবা প্রযুক্তিনির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ, এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এ ধরণের প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনগত ব্যবস্থা নেব।’

এছাড়া এআই-এর অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তিনি লিখেছেন, ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেয়ার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে সংগীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, নাট্যকার ডেভিড হেয়ার, নোবেল বিজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর মতো ব্যক্তিত্বরাও রয়েছেন।’

সবশেষ সফটওয়ার প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় এআই সফটওয়্যার প্রতিষ্ঠানের উচিত কিছু নীতিমালা তৈরি করা, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘অভিযোগ ভিত্তিহীন, ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে’, দাবি আসিফ মাহমুদের এপিএসের May 22, 2025
img
রায়পুরে ট্রাকচাপায় প্রান গেল যুবকের May 22, 2025
img
নবায়নযোগ্য জ্বালানির যুগে কারাগার May 22, 2025
img
আগামী ২৬ মে, ডা. জোবাইদার পরবর্তী আপিল শুনানি May 22, 2025
img
রোহিত-কোহলির বিকল্প জানালেন সাবেক কোচ সঞ্জয় বাঙ্গার May 22, 2025
img
ম্যাচের পর দিল্লির পেসারকে আইপিএলের ১০ শতাংশ জরিমানা May 22, 2025
img
অভিনেত্রী শাওনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 22, 2025
img
মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না: দুদু May 22, 2025
img
পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি May 22, 2025
img
৭ মাস ধরে জোরপূর্বক কাউকে আটকে রাখা, হাস্যকর : সালসাবিল May 22, 2025
img
রক্ত নয়, আমার শিরায় সিঁদুর ফুটছে: মোদি May 22, 2025
img
ঈদ উপলক্ষে টিসিবির ৬৯০ ট্রাকে দেশজুড়ে পণ্য বিক্রি শুরু May 22, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি May 22, 2025
img
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জিসানের May 22, 2025
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত May 22, 2025
img
চা, চুমু আর স্বস্তিকা—রাহুলের প্রেম কাহিনি এক কাপ চায়ে May 22, 2025
img
জোবাইদা রহমানের আপিল শুনানি শুরু May 22, 2025
img
পিএসএলে এক দলে খেলবেন তিন বাংলাদেশি তারকা May 22, 2025
img
১০ জুলাই শুরু রংপুরের শিরোপা রক্ষার লড়াই May 22, 2025
img
সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৬৯০ হজযাত্রী May 22, 2025