পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে শুরুতে তিনজন বাংলাদেশি ক্রিকেটার দল পান। পরে এই তালিকায় আরও দুই জন যুক্ত হন। তবে চমক হলো—জাতীয় দলের তিন সতীর্থ জায়গা পেয়েছেন একই ফ্র্যাঞ্চাইজিতে।
নিলামে প্রথম দফায় দল পেয়েছিলেন নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে কয়েকটি ম্যাচে মাঠে নামলেও, পেশোয়ার জালমির হয়ে কোনো ম্যাচে খেলতে পারেননি নাহিদ। করাচি কিংসের হয়ে পিএসএলে নাম লিখিয়েছিলেন লিটন দাস। কিন্তু অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই দেশে ফিরে আসতে হয় তাকে।
পিএসএলের মাঝপথে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও ডাক পেয়েছেন। একটি ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ লাহোর কালান্দার্সেই চুক্তিবদ্ধ হয়েছেন তিন টাইগার ক্রিকেটার। রিশাদ হোসেনের পর মাঝপথে সাকিব আল হাসান ও প্লে-অফের আগে মিরাজকে দলে নেয় তারা।
আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। এলিমিনেটরের ম্যাচের আগে জানা গেল, আবারও লাহোরে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন নাহিদ ও রিশাদ। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থবির হয়ে পড়েছিল দুই দেশের ক্রীড়াঙ্গন।
যার প্রভাব পড়েছিল পিএসএল ও আইপিএলেও। সপ্তাহ খানেক বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে লিগ। তবে ততক্ষণে দুই টাইগার ক্রিকেটার দেশে ফিরে এসেছিলেন। নাহিদের পেশোয়ার ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও টিকে আছে রিশাদের লাহোর। এর মধ্যেই আবারও দলে যোগ দিচ্ছেন টাইগার এই স্পিনার।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তিন বাংলাদেশি ক্রিকেটারকেই কী দেখা যাবে? সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ডেভিড ওয়ার্নারের করাচি কিংসকে হারাতে পারলে মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার টিকিট।
আরএ/টিএ