জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমে উঠেছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
গতকাল কানে হাজির ছিলেন ভারতীয় নির্মাতা নীরাজ ঘেওয়ান ও তার টিম। প্রথম ছবি ‘মাসান’ (২০১৫) দিয়েই কানে দুটি পুরস্কার জিতে নিয়েছিলেন নীরাজ ঘেওয়ান। এক দশক পর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি ‘হোমবাউন্ড’ বানিয়েও জায়গা করে নিলেন কানের আঁ সার্তে রিগায়। তাই দলবল নিয়ে গতকাল হাজির হয়েছিলেন উৎসবে।
নীরাজের সঙ্গে ছিলেন প্রযোজক করন জোহর এবং ছবিটির তিন অভিনয়শিল্পী জাহ্নবী কাপুর, ইশান খাট্টার ও বিশাল জেঠোয়া।
এক দশক পর ফের জয়ের হাসি নিয়ে কান সৈকত থেকে ফিরবেন নীরাজ? উত্তর মিলবে কানের সমাপনী দিনে।
স্কারলেট জোহানসন ও জুন স্কুইব—হলিউডের দুই প্রজন্মের দুই তারকা। জুনের বয়স ৯৫।
হুইলচেয়ারে বসেই এসেছিলেন ভেন্যুতে। তাঁকে সাদরে গ্রহণ করেন স্কারলেট। তাঁদের আগমন ‘এলিয়ানর দ্য গ্রেট’-এর জন্য। স্কারলেট নির্মিত ছবিটি লড়ছে উৎসবের আঁ সার্তে রিগায়। ছবিতে অভিনয়ও করেছেন জুন।
ফটোকলে হাস্যোজ্জ্বল আমেরিকান অভিনেত্রী জোডি ফস্টার। দুইবার অস্কারজয়ী কিংবদন্তি এ অভিনেত্রী ২০২১ সালে পেয়েছেন কানের সম্মানসূচক স্বর্ণপাম। গতকাল উৎসবে এসেছিলেন স্কারলেট জোহানসনের ‘এলিয়ানর দ্য গ্রেট’-এর প্রদর্শনীতে। এ ছাড়া ফরাসি ছবি ‘ভি প্রিভি’র প্রদর্শনীতেও হাজির হয়েছিলেন তিনি।
মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় কানের ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র।
টিকে/টিএ