প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : এহুদ ওলমার্ট

ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল প্রতিদিন গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাপরাধ করছে। তিনি দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। গাজায় যুদ্ধাপরাধের ঘটনা নতুন কিছু নয় বলেও তিনি জানান। বুধবার (২১ মে) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

কান নিউজ-কে দেওয়া ওই সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, “গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে—এটি নতুন কিছু নয়। কিন্তু পশ্চিম তীরেও প্রতিদিন ইসরায়েলিরা এমন অপরাধ করছে, যেখানে পুলিশ বা সেনাবাহিনী হস্তক্ষেপ করে না, বরং অনেক সময় চোখ বুজে থাকে।”

ওলমার্ট ইসরায়েলের বর্তমান ডানপন্থি সরকারের নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সেই বক্তব্যকে ‘গণহত্যার আহ্বান’ হিসেবে আখ্যা দেন, যেখানে তিনি (স্মোটরিচ) উত্তর পশ্চিম তীরের হুওয়ারা গ্রামটি পুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ওলমার্ট বলেন, “যদি কেউ গ্রাম পুড়িয়ে দেওয়ার ডাক দেয়, সে মূলত গণহত্যারই ডাক দিচ্ছে।”

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওলমার্ট বলেন, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ কোনও সুনির্দিষ্ট লক্ষ্যহীন রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ গাজায় আটক থাকা বন্দিদের ফিরিয়ে আনবে না বরং আরও ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটাবে।

ইসরায়েলের হিসাব অনুযায়ী, গাজায়িএখনও ৫৮ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হয়। হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের অভিযানে প্রায় ২৫০ জনকে আটক করে গাজায় নেওয়া হয়েছিল, যাদের অনেককে পরে মুক্তি দেওয়া হয়।

এদিকে, ১০ হাজারের বেশি ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব বন্দিকে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ওলমার্ট আরও বলেন, “পশ্চিম তীরের সামারিয়া কাউন্সিলের প্রধান যখন গণহত্যার ডাক দেয় কিংবা কোনো মন্ত্রী যখন বলে, ‘গাজায় একটি শিশুকেও বাঁচিয়ে রাখা যাবে না’—তখন আর কেউ বিস্মিত হয় না। এটা কতটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, তা সরকার অনুধাবন করতে পারছে না।”

তিনি আরও বলেন, “সরকারের সামরিক নীতির জন্যই বহু নিরীহ মানুষ মারা যাচ্ছে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে, যাতে এখন পর্যন্ত প্রায় ৫৩ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনেত্রী শাওন পালাবার পথ খুঁজে পাবে না: ইলিয়াস May 23, 2025
img
উপদেষ্টা মাহফুজের পর হাসনাতেরও ঐক্যের ডাক May 23, 2025
img
আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু: আসিফ মাহমুদ May 23, 2025
img
এখনও প্রতিহিংসার শিকার বিএনপি: দুদু May 22, 2025
মেয়র নির্বাচন করবেন হাসনাত-সাদিক কায়েম? May 22, 2025
জাতীয় স্বার্থে স্প'র্শকাতর ই'স্যু এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের May 22, 2025
২০ দিনেই চাক'রিচ্যুত সরকারি কর্মচারী! May 22, 2025
বিচারপতিদের ওপেন থ্রেট, অভিযোগ রিটকারীর আইনজীবী May 22, 2025
img
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর May 22, 2025
img
বাংলাদেশ-চীন-আফগানিস্তানকে নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান May 22, 2025
img
৬ মাসের পরিচয়ে সালমানের বাসায়,পুলিশি জেরায় জানালেন নারী May 22, 2025
পদত্যাগ করবেন ভাবছেন ড. ইউনূস, এই মুহূর্তে যা জানা যাচ্ছে May 22, 2025
img
‘প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন’, বিবিসি বাংলাকে নাহিদ May 22, 2025
img
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ May 22, 2025
img
আপনারা নিজেদের মধ্যে কথা বলুন: ফাহাম আব্দুস সালাম May 22, 2025
img
ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন?: রাশেদ খাঁন May 22, 2025
img
সৌদিতে ফ্ল্যাটে গাজীপুরের দুই ভাই খুন May 22, 2025
img
চাঁদপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, গ্রেফতার ৮ May 22, 2025
img
বাগেরহাটে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এনসিপির সভায় হট্টগোল May 22, 2025
img
উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ May 22, 2025