মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স ছিল হতাশাজনক। হারের পাশাপাশি ব্যক্তিগতভাবে আরেকটি দুঃসংবাদ পেয়েছেন পেসার মুকেশ কুমার। ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেওয়া মুকেশকে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধির ধারা ২.২-এর লেভেল ১ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ম্যাচ চলাকালীন "ক্রিকেট সরঞ্জাম, মাঠের যন্ত্রপাতি বা ফিটিংসের অপব্যবহার" সংক্রান্ত বিষয়ে এই আইন প্রচলিত আছে। শাস্তির বিষয়ে ম্যাচ রেফারি ড্যানিয়েল মনোহরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মুকেশ। যে কারণে এই বিষয়ে তার বাড়তি কোনো শুনানির প্রয়োজন হচ্ছে না।
শাস্তি ছাড়াও মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটাই মুকেশের জন্য ছিল হতাশায় মোড়া। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। ৫টি চার ও ৩টি ছয় হজম করেছেন। এমনকি তার ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়েছে মুম্বাই। ১৯তম ওভারে দিয়েছেন ২৭ রান। সেটাই মুম্বাইকে ১৮০ রানে পৌঁছাতে বড় ভূমিকা রাখে।
মৌসুমের বিচারেও মুকেশের সময় একেবারেই ভাল যায়নি। চলতি মৌসুমে মুকেশ দিল্লির ১৩টি ম্যাচের মধ্যে ১১টিতে খেলেছেন। নিয়েছেন ১১টি উইকেট। যদি তার জন্য গড় ছিল ৩২ দশমিক ৬৩, ইকোনমি রেট ১০.১১।
আরএ/টিএ