এবার পিএসএল থেকে আরেক বিদেশি ক্রিকেটার নিয়ে আসছে আইপিএল

সামরিক সংঘাতের জেরে নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ দেরিতে শেষ হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই মাঝে আন্তর্জাতিক ব্যস্ত সূচিও শুরু হয়ে গেছে। ফলে টুর্নামেন্টের শেষ মুহূর্তে এসেও ব্যাপক রদবদল করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ক্রিকেটার সংকটের কারণে আইপিএলের দলকেও পিএসএলে খেলা ক্রিকেটারদের দিকেই হাত বাড়াতে দেখা গেছে। তেমনই একজনকে এবার বদলি হিসেবে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইতোমধ্যে বিরাট কোহলির দলটি আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। যদিও লিগ পর্বে তাদের আরও একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচে আগামী ২৭ মে তারা মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। সেই ম্যাচে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জ্যাকব বেথেলকে পাচ্ছে না বেঙ্গালুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য তিনি ইংলিশ জাতীয় দলে যোগ দেবেন। ফলে তার জায়গায় নতুন করে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে।

বর্তমানে এই কিউই উইকেটরক্ষক ব্যাটার খেলছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসে। ফ্র্যাঞ্চাইজিটি আজ (বৃহস্পতিবার) পিএসএলের এলিমিনেটর ম্যাচে নামবে লাহোর কালান্দার্সের বিপক্ষে। এই ম্যাচ জিতলে অবশ্য ফাইনালে উঠতে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে করাচিকে। সবমিলিয়ে পিএসএলে সেইফার্টের থাকা লাগতে পারে ২৫ মে হতে যাওয়া ফাইনাল পর্যন্ত। সে হিসেবে তার আইপিএলে যোগ দিতে সমস্যা হওয়ার কথা নয়। কারণ বেঙ্গালুরুর শেষ লিগ ম্যাচ ২৭ মে। যদিও আইপিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ মে থেকে সেইফার্টকে পাওয়ার কথা জানিয়েছে।

পিএসএলে করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেইফার্ট। ৯ ম্যাচে ১৪৫.৮০ স্ট্রাইকরেট ও ২৫.১১ গড়ে ২২৬ রান করেছেন এই কিউই ব্যাটার। এদিকে, ৩০ বছর বয়সী সেইফার্টের এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ আসরে কলকাতা নাইট রাইডার্স ও পরের আসরে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবার তার ডাক পড়েছে বেথেলের অনুপস্থিতিতে। আগামীকাল (২৩ মে) বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের পরই এই ইংলিশ তারকা জাতীয় দলের ডিউটিতে যোগ দেবেন।

এবারের আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলেন বেথেল। যদিও ২ ম্যাচের বেশি সুযোগ পাননি একাদশে। ৩ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে ফিরে ৩৩ বলে ৫২ করেছিলেন। এরপর স্থগিত হয়ে যায় আইপিএল। সবমিলিয়ে ২ ম্যাচে প্রায় ১৭২ গড়ে ৬৭ রান করেন বেথেল। বেথেল ছাড়াও বেঙ্গালুরু তাদের একাদশের নিয়মিত সদস্য জশ হ্যাজলউডকে পাচ্ছে না। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তিনি ভারত ছেড়েছিলেন, এরপর অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কারণে তার ফেরাটাও অনিশ্চিত হয়ে পড়ে।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ডাচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যস্থতার যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর May 22, 2025
img
দিল্লির বিদায়ের জন্য মুকেশকে দায়ী করলেন বাদানি May 22, 2025
img
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি May 22, 2025
img
আসিফ-মাহফুজকে নিয়ে যে মন্তব্য করলেন নুর May 22, 2025
img
চীনে ভূমিধসে প্রাণ গেল অন্তত ৪ জনের, আটকা ১৭ May 22, 2025
img
আঙুল না থাকা নাদিমের সাঁতারে বাজিমাত May 22, 2025
img
“আমার সন্তানের ধর্ম হবে মনুষ্যত্ব”: দেবলীনা May 22, 2025
img
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল আলম May 22, 2025
img
টাট ট্রোজিয়েন থেকে সোকা—জাহ্নবীর পাতে ফ্রান্সের পাঁচ লোভনীয় খাবার May 22, 2025
img
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির May 22, 2025
img
রাজুতে নতুন কর্মসূচির ঘোষণা করল 'জুলাই ঐক্য' May 22, 2025
img
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকব না : রিফাত রশিদ May 22, 2025
img
নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব না : গয়েশ্বর May 22, 2025
img
অমিতাভ নয়, এ বার কি সালমন খান 'কেবিসি'-র নতুন মুখ? May 22, 2025
img
সাফের গঠনতন্ত্রে ফের সংশোধনের উদ্যোগ সালাউদ্দিনের May 22, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ May 22, 2025
img
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ ডেঙ্গু রোগী May 22, 2025
img
নারীদের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা সুনীল শেঠি May 22, 2025
img
করোনামুক্ত শিল্পা শিরোদকার, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুস্থতার খবর May 22, 2025
img
রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলবেন লুকা মদ্রিচ May 22, 2025