মাসের পর মাস ধরে চলা অপেক্ষা আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ #ReleaseTheGirlfriend অবশেষে ফল দিচ্ছে। বিগ বাজেট ছবি ‘পুষ্পা ২’ আর ‘সিকান্দর’-এর ব্যস্ত শিডিউলের মাঝেই রাশ্মিকা মান্দান্না জানালেন, দ্য গার্লফ্রেন্ড নিয়ে ভক্তদের উন্মাদনা তিনি দেখছেন, বুঝছেন এবং তাঁদের প্রতীক্ষা সার্থক হবে বলেই আশ্বাস দিচ্ছেন।
রাশ্মিকা বলেন, “আমি জানি আমরা আপনাদের অনেকদিন অপেক্ষা করাচ্ছি... তবে পরিচালক রাহুল রাভীন্দ্রন এমন কিছু তৈরি করছেন, যা আমাদের সবার খুব কাছের। এটা আমার অন্যতম প্রিয় কাজ।”
এই ছবির টিজার মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ ডিসেম্বর। সেখানে ছিল কলেজ জীবন, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর জটিল এক প্রেমের ইঙ্গিত। বিজয় দেবেরাকোন্ডার ভয়েসওভারে ছিল রাশ্মিকার চরিত্রের প্রতি মোহ, এবং সঙ্গে ছিল ধীক্ষিত শেঠির সঙ্গে সম্পর্কের উত্তেজনা। প্লট এখনো গোপন রাখা হলেও নির্মাতারা ইঙ্গিত দিচ্ছেন—দ্য গার্লফ্রেন্ড মূলধারার সিনেমার চেনা গণ্ডির বাইরে বেরোনো এক চরিত্রনির্ভর, আবেগঘন প্রেমকাহিনি।
রাশ্মিকার ভাষায়, “এই সিনেমা এমন একটি বিষয় নিয়ে কাজ করছে, যা সচরাচর দেখা যায় না। তাই সময় লাগছে, কারণ আমরা চাই এটি নিখুঁত হোক।”
পরিচালক রাহুল রাভীন্দ্রনের এটি দ্বিতীয় ছবি, প্রযোজনা করছেন ধীরাজ মোগিলিনেনি ও বিদ্যা কোপ্পিনিদি। সঙ্গীতে আছেন হেশাম আব্দুল ওয়াহাব, সিনেমাটোগ্রাফিতে কৃষ্ণন বসন্ত। কাস্টে রাশ্মিকা ছাড়াও রয়েছেন ধীক্ষিত শেঠি, রাও রমেশ ও রোহিনী।
রিলিজ ডেট এখনো ঘোষণা না হলেও পরিচালক ও অভিনেত্রী দুজনেই জানিয়েছেন, “খুব বড় আপডেট আসছে শীঘ্রই।” বর্তমানে চলছে শেষ ধাপের পোস্ট-প্রোডাকশন, আর ভক্তরা আশা করতে পারেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা।
একটি সাহসী থিম, হৃদয়ছোঁয়া বার্তা আর টিজারে থাকা আবেগের ইঙ্গিত—সব মিলিয়ে দ্য গার্লফ্রেন্ড ২০২৫-এর অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত ছবি হওয়ার পথে। এখন শুধু অপেক্ষা...
এফপি/টিএ