মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় দুই দিনব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বৃহস্পতিবার (২২ মে) শেষ হয়েছে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি নাকি সব বৈধ প্রতিষ্ঠান কর্মী পাঠানোর সুযোগ পাবে; এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই দেশ ঐক্যমতে পৌঁছানোর পর বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
দুই দিনব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের শেষ দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বুধবার রাতে জানানো হয়েছিল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার মো. শেফায়েত হোসেন হোয়াটসঅ্যাপ এক খুদে বার্তায় জানান, অনিবার্ষ কারণে প্রেস ব্রিফিং হবে না।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অন্যদিকে কুয়ালালামপুরের পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. মো. শাহরিয়ার বিন ওমর নেতৃত্ব দেন।
এসএম/টিএ