পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ-ভারত

পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারত-বাংলাদেশ দুদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক সুবিধা ব্যহত হলে শুধু ব্যবসায়ীরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে দুদেশের জনগণ।

তবে, বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েন শুরু হয়।

পণ্য রপ্তানিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরপরই স্থলবন্দর দিয়ে ভারতীয় সূতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ। এর একমাস পরই স্থলপথে তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত।

তবে, রাজনৈতিক টানাপড়েনের প্রভাব বাণিজ্যে পড়া মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন না অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাল্টাপাল্টির তো কোনো শেষ নেই এবং সেটার ফলে দুই দেশেরই ভোক্তা, উৎপাদাক রপ্তানিকারক, আমাদানিকারক সবারই ক্ষতি। সুতরাং অর্থনৈতিক এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা মাথায় রেখে অগ্রসর হওয়া ভালো হবে।’

তাই মুখোমুখি অবস্থানে না থেকে আলোচনার টেবিলে বসার পরামর্শ অর্থনৈতিক বিশ্লেষকদের।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখন যেটা অশুল্ক বিভিন্ন ধরনের পদক্ষেপ হচ্ছে সেটা আলাপালোচনার মাধ্যমে নিরসন করলে আমাদের দেশের জন্য ভালো হবে। এটাকে কীভাবে উইন উইন করা যায় এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে এটা করা যায় সেটাই আসল বিবেচ্য হওয়া উচিত।’

স্বাধীনতার পর সীমান্ত হত্যা, ফারাক্কাসহ নানা ইস্যুতে ঢাকা-দিল্লির সম্পর্কের ওঠা-নামা হয় বেশ কয়েক দফায়। তাই দ্বিপাক্ষিক সম্পর্কে দুদেশের জনগণকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের।

আন্তর্জাতিক সম্পকি বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘তারা একটা জিনিস বলেছে যে নির্বাচিত সরকার আসলে স্বাভাবিকরণের দিকে যাবে। ভারত ওই দৌড়ে পিছিয়ে থাকবে না, কারণ ভারত জানে পিছিয়ে থাকলে তাদেরও অর্থনীতির ক্ষতি হয়ে যাবে, অন্য কোনো দেশ বাংলাদেশের সঙ্গে আরও বেশি সম্পর্ক করে ফেলবে।

কূটনীতিতে দক্ষতা ও পারদর্শিতার কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।

ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ইউক্রেন যুদ্ধ থামলেও তার ক্ষতি, চললেও তার ক্ষতি। পুরো দেশটাই হাতছাড়া হয়ে গেছে কিন্তু, হয় আমেরিকার দিকে না হয় রাশিয়ার দিকে। তাহলে আমি কেন যুদ্ধ করলাম, ইতিহাস জেলনেস্কিকে কীভাবে দেখবে আমি জানি না, কিন্তু এই জেলনেস্কি সিনড্রমের মধ্যে যেন আমরা না পরি।’

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ঢাকা-দিল্লি দুই পক্ষকেই আন্তরিক হতে হবে বলেও মনে করেন ইমতিয়াজ আহমেদ।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বক্স অফিসে হিট রাজকুমার-ওয়ামিকার ‘ভুল চুক মাফ’ May 25, 2025
img
'দেশের ৩০ লাখ নারী আসবে এইচপিভি স্ক্রিনিংয়ের আওতায়' May 25, 2025
img
কাজী নজরুল ইসলামের সেরা ১২ টি প্রেমের উক্তি May 25, 2025
শিশু লালন-পালনে আমাদের ভুল | ইসলামিক জ্ঞান May 25, 2025
শূন্য হাতে এসেছিলাম, শাকিব খানের হৃদয়বিদারক সত্য কাহিনী May 25, 2025
ক্রিকেটে আজই হতে পারে ধোনির শেষ May 25, 2025
ড. ইউনূসের পদত্যাগের অভিমান সংবিধান বিরোধী May 25, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি উৎখাত করবে:ডা.শফিকুর রহমান May 25, 2025
img
‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে আমার ভাই, শান্তিতে থেকো’ মুকুল কে নিয়ে সালমান May 25, 2025
আমরা যদি বলি রাস্তায় নামব, ইউনুস সরকার ২৪ ঘন্টা টিকতে পারবে না May 25, 2025
img
মুকুলের মৃত্যু, স্ত্রী শিল্পার অনুপস্থিতি ঘিরে প্রশ্ন May 25, 2025
img
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের May 25, 2025
img
অক্ষয়ের সঙ্গে মনোমালিন্য, টুইটে পরেশের আইনি লড়াইয়ের ইঙ্গিত May 25, 2025
img
দেশের জনগণ সংস্কারের পাশাপাশি নির্বাচিত সরকার চায়: ডা. জাহিদ May 25, 2025
img
দৃশ্যটি এমন ভাইরাল হবে বুঝতে পারিনি, রুনা খান May 25, 2025
img
'যেটা যে সময় দরকার পড়ে, সেই সময় সেটা করা হয়' May 25, 2025
img
কর্মবিরতিতে অচল এনবিআর, বিজিবি-পুলিশ মোতায়েন May 25, 2025
img
তিন উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে: দুদু May 25, 2025
img
সরফরাজকে দরজা ভাঙার পরামর্শ দিলেন গাভাস্কার May 25, 2025
মানিলন্ডা'রিং মা'ম'লায় যুবলীগ নেত্রী পাপিয়ার সাজা, বাকিরা খালাস May 25, 2025