বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ক্লাবটির সঙ্গে নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়নের পর এমনই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সদ্যসমাপ্ত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ফুটবলার কাতালান ক্লাবটিকে এনে দিয়েছেন ঘরোয়া ট্রেবল।
রাফিনিয়ার পায়ের জাদুতে এবার লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তিনি করেছেন ৩৪ গোল এবং ২৫টি অ্যাসিস্ট। ব্যালন ডি’অরের আলোচনায় জায়গা পাওয়া এই ব্রাজিলিয়ান উইঙ্গার জানিয়েছেন, বার্সাতেই নিজের ফুটবল জীবনের শেষ দেখতে চান তিনি।
চুক্তি নবায়নের পর অনুভূতি প্রকাশ করে রাফিনিয়া বলেন,‘বার্সার অংশ হতে পারা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমি অনেক আগেই পরিবারকে বলেছিলাম, এখানেই ক্যারিয়ার শেষ করতে চাই। যতদিন খেলব, নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করব।’
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সায় যোগ দেন রাফিনিয়া। যদিও শুরুর দুই মৌসুমে স্পেনে তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে ২০২৪-২৫ মৌসুমে তিনি ফিরেছেন দুর্দান্ত ফর্মে। লা লিগায় করেছেন ১৮ গোল, চ্যাম্পিয়নস লিগে বার্সার সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় রেখেছেন বড় ভূমিকা, টুর্নামেন্টটি করেছেন ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট।
এই অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়েন প্রিমিয়ার লিগ ও সৌদি লিগের বড় ক্লাবগুলোরও। তবে বার্সা তাকে ধরে রেখেছে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে। এবার মৌসুমেই তাকে পাঁচ অধিনায়কের একজন করা হয়েছে। তার সঙ্গে রয়েছেন টার স্টেগেন, আরাউহো, ডি ইয়ং ও পেদ্রি।
রাফিনিয়া বলেন,‘আমি এখন শুধু একজন খেলোয়াড় নই, একজন বাবা এবং একজন অধিনায়কও। দায়িত্ব অনেক বেড়েছে। অভিজ্ঞতাও বেড়েছে। আশা করি, এই পথচলায় আরও ভালো মানুষ এবং ফুটবলার হয়ে উঠতে পারব।’ বার্সায় নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন,‘আমি আরও অনেক গোল ও অ্যাসিস্ট করতে চাই। তবে তার চেয়েও বড় কথা হলো, এই জার্সি গায়ে আরও অনেক শিরোপা জিততে চাই।’
রবিবার (২৫ মে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বার্সেলোনার চলতি সিজনের যাত্রা।
টিকে/টিকে