অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছে প্রকাশের গুঞ্জনে গত দুদিন ধরেই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এই অবস্থায় পদত্যাগের সিদ্ধান্ত না নিয়ে প্রধান উপদেষ্টাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।
শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন ড. তুহিন মালিক। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে সঠিক এজেন্ডায় থাকার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন তিনি। আর জানিয়েছেন, এতে জাতি আপনাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।
তুহিন মালিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার উদ্দেশ্যে বলেছিলাম, আপনি বৈশ্বিক পরিমণ্ডলের খেলোয়াড়। কিন্তু দেশীয় ম্যাচ খেলার জন্য কতটা অভিজ্ঞ? আপনি এনজিও পথিকৃৎ। আপনি সবকিছু এনজিও-এর চোখে কিংবা পশ্চিমার চোখে দেখলে দেশের মাঠের খেলায় হেরে যাবেন। নিশ্চিত।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই সংবিধান বিশেষজ্ঞ আরও বলেন, ‘বলেছিলাম, সঠিক এজেন্ডায় থাকুন। রাউন্ড দা উইকেট বল করুন। আমরা আপনাকে কোনভাবেই হারাতে চাই না।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছেন, ‘এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার।’ সেই কঠিন সিদ্ধান্তগুলো কেমন সেটাও জানিয়েছেন তুহিন মালিক।
তার দেওয়া সেই পয়েন্টগুলো হলো-
•গাছের মরা ও পোকায় ধরা পাতাগুলোকে ছেঁটে ফেলুন।
•সর্বদলীয় জাতীয় কনভেনশন ডাকুন।
•দ্রুত সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট দিনতারিখ ঘোষণা করুন।
এই এজেন্ডাগুলো বাস্তবায়ন হলে জাতি প্রধান উপদেষ্টাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে বলেও জানান ড. তুহিন মালিক।
এফপি/এসএন