'আমরা চাইলে ৬টা নয় এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারতাম'

কাশ্মীরের হামলার জেরে গত ৬ ও ৭ মে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এসময় হামলার জবাবে ভারতের ৬টি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। তবে পাকিস্তান চাইলে যে এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারত; এবার সেটাই জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর-এর ডিজি আহমেদ শরিফ চৌধুরী।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র। সেই সঙ্গে জানিয়েছেন, ভারত এখনো উসকানিমূলক আচরণ করছে। তারা আগুন নিয়ে খেলছে। যার পরিণতি হতে পারে ভয়াবহ।

পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনও আশঙ্কা আছে কি না জানতে চাইলে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘ভারত আগুন নিয়ে খেলছে। যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি ন্যারেটিভ।’
আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, ভারত সরকারের কেউ পহেলগামের ঘটনা নিয়ে কঠিন প্রশ্নগুলো তুলছে না। নিরাপত্তার এত বড় গাফিলতি কীভাবে হলো, সেই বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলছে না।

‘এই ঘটনার নেপথ্যে যে কারণ রয়েছে সেগুলো বোঝার আগ্রহ কারও মধ্যে নেই। যারা নিপীড়ন এবং অবিচারের কথা বলছে তাদের কণ্ঠস্বর শুনতে ওরা (ভারত) প্রস্তুত নয়। এই ঘটনাগুলো সেই অবিচারেরই ফলাফল যার অবিচারেরই যেটা তারা নিজেরা করেছে।

দুই দেশের মধ্যে 'ব্যাক চ্যানেল' যোগাযোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে আইএসপিআর-এর ডিরেক্টর জেনারেল বলেছেন, ‘এই প্রশ্নের উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে। রাজনীতি ও কূটনীতির বিষয়গুলো আমাদের আওতায় পড়ে না। আমরা অংশীদার হতে পারি কিন্তু এই বিষয়গুলোতে আমরা প্রধান ভূমিকা পালন করি না।’

ভারতীয় বিমান ভূপাতিত করার বিষয়েও শরিফ চৌধুরী বলেন, ‘পাকিস্তান অত্যন্ত দায়িত্বশীলভাবে সঙ্গে এই সংঘর্ষের মোকাবিলা করেছে। ছয় ও সাতই মে রাতে আমরা আমাদের প্রতিরক্ষার্থে ওদের কড়া জবাব দিয়েছি এবং ওদের ছয়টা বিমান গুলি করে ভূপাতিত করেছি। তবে আমরা চাইলে এর চেয়েও বেশি সংখ্যক বিমানকে ভূপাতিত করতে পারতাম। কিন্তু আমাদের নেতৃত্ব খুব দায়িত্বশীল ছিল এবং তারা পরিপক্ব দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছিল।’

আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান খোলাখুলিভাবে এই হামলার পরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। পাকিস্তান নিজের প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারত তাদের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত করতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা কি থেমে গিয়েছিলাম? ভারত কি পাকিস্তানকে প্রতিক্রিয়া স্বরূপ জবাব দেওয়া থেকে ছয় ও সাতই মে-র রাতে আটকাতে পেরেছে? না, পারেনি। কারণ একমাত্র তাদেরই থামানো যায়, যাদের থামানো যেতে পারে।’

গত নয় ও ১০ই মে-র মধ্যবর্তী রাতে ভারত শাসিত কাশ্মীরের প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর কথা উল্লেখ করে আইএসপিআর-এর ডিজি বলেন, ‘পাকিস্তান সেই রাতে সিদ্ধান্তমূলকভাবে, সুসংহত এবং আনুপাতিক জবাব দিয়েছিল। আমাদের কাছে যে প্রচলিত সামরিক শক্তি রয়েছে, তার সীমিত ব্যবহার করে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এটা ছিল আমাদের প্রযুক্তিগত দক্ষতার একটা ছোট কিন্তু খুবই কার্যকর প্রদর্শন।’

তিনি আরও বলেন, ‘আর দেখেছেন, তখনই ভারত পিছু হটতে শুরু করেছে। হঠাৎই তারা সংলাপের কথা বলতে শুরু করে এবং উত্তেজনা প্রশমনের ইচ্ছা প্রকাশ করে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আন্তর্জাতিক চাপে লন্ডনে সম্পদ জব্দ: গভর্নর May 24, 2025
img
এক যুগ পর গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি May 24, 2025
img
ইউনূসকে যারা পদত্যাগ করাতে চায়, তারা দিল্লির রাজনীতি করে: ফয়জুল করীম May 24, 2025
img
আওয়ামী লীগ শেয়ারবাজারকে ক্যাসিনোতে পরিণত করেছে May 24, 2025
img
১৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত May 24, 2025
img
রাশিয়ার সামরিক হেলিকপ্টার ‘এমআই-৮’ বিধ্বস্ত May 24, 2025
img
জনগণের আস্থা ফিরাতে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিন: জামায়াত আমির May 24, 2025
img
নোয়াখালীতে সড়কে মায়ের চোখের সামনে সন্তান নিহত May 24, 2025
img
পুশ-ইনকৃতদের কাছ থেকে একঘেয়ে বক্তব্য, প্রশ্ন তুলছে বাংলাদেশ May 24, 2025
img
বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার ফুয়াদ May 24, 2025
img
মাত্র ৪০ হাজার টাকায় ভারতের তথ্য পাকিস্তানের কাছে বিক্রি! May 24, 2025
img
দ্বিতীয় ম্যাচে ড্র করে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ May 24, 2025
img
বিজিবির কাছে হস্তান্তর করা হলো ভারতে আটক ২৪ বাংলাদেশিকে May 24, 2025
img
সোমবারের মধ্যে কমিশন ও বুধবারের মধ্যে তফসিল চেয়ে বাগছাসের বিক্ষোভ May 24, 2025
img
জামায়াতের যে দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় যাচ্ছেন May 24, 2025
img
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস May 24, 2025
img
নাহিদ ইসলামকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য May 24, 2025
img
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে : আসিফ মাহমুদ May 24, 2025
img
আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা May 24, 2025
img
পুঁজিবাজার থেকে পাচার হয়েছে ১৫ হাজার কোটি টাকা : দেবপ্রিয় ভট্টাচার May 24, 2025