মদ্রিচের জায়গায় ম্যাক-অ্যালিস্টারকে চায় রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের যাত্রা শেষ করার ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচ। জুন-জুলাইতে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ দিয়ে তিনি লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাবেন। তবে এরই মাঝে মিডফিল্ডে বড় নাম যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে রিয়াল। যদিও তাদের নজরে থাকা এনজো ফার্নান্দেজকে পাচ্ছে না বলেই আপাতত খবর। ফলে রিয়াল এখন আরেক আর্জেন্টাইন তারকার দিকে হাত বাড়াতে যাচ্ছে!

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিশাজেস’–এর বরাতে বিবিসি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ লিভারপুল ও আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সি ম্যাক-অ্যালিস্টারকে লুকা মদ্রিচের জায়গায় দলে নিতে চায়। যদিও আর্নে স্লটের অধীনে এই বিশ্বকাপজয়ী তারকা খুবই গুরুত্বপূর্ণ ও লিভারপুলের অপরিহার্য ফুটবলারে পরিণত হয়েছেন। সম্প্রতি ৩৯ বছর বয়সী ক্রোয়াট তারকা গ্রীষ্ম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস’র তথ্যমতে, লিভারপুলে রোমাঞ্চকর এক মৌসুম কাটানো ম্যাক অ্যালিস্টার রিয়ালে মদ্রিচের শূন্যতা পূরণে সম্ভাব্য নামগুলোর মধ্যে সামনের দিকেই আছেন। যদিও ইংলিশ ফুটবলের এপ্রিল মাসের সেরা হওয়া এই তারকাকে অলরেডরা ছাড়বে কি না সেটাই দেখার বিষয়। ম্যাক অ্যালিস্টার নিজেও বর্তমানে অ্যানফিল্ডের দলটিতে ‘ক্যারিয়ারের সেরা মুহূর্ত’ কাটাচ্ছেন বলে মন্তব্য করেন।

সবমিলিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডারকে পাওয়া অতটা সহজ হবে না রিয়ালের জন্য। দলবদলের বাজারে বর্তমানে ম্যাক অ্যালিস্টারের মূল্য ৯০ মিলিয়ন ইউরো। ওই দামে তাকে কেউ কিনে নিলে লিভারপুল তাদের বিনিয়োগের পুরো অর্থ এবং লাভ তুলে নিতে পারবে এতে কোনো সন্দেহ নেই। ২০২৩ সালের আগস্টে তারা এই আলবিসেলেস্তে তারকাকে ৪০.৭ মিলিয়ন ইউরোতে ব্রাইটন থেকে দলে ভিড়িয়েছিল। কিন্তু লিগ টাইটেল জেতা লিভারপুল এখনই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা সাধারণ দৃষ্টিতে কমই মনে হতে পারে। ইতোমধ্যে তাদের ঘরের ছেলে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড রিয়ালে যাওয়ার প্রক্রিয়ায় আছেন।

ম্যাক-অ্যালিস্টারের স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন অবশ্য নতুন নয়। যা নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও তার কাছে জানতে চেয়েছিল। সরাসরি কিছু না বললেও রিয়ালে যাওয়ার ব্যাপারে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি, ‘আমাকে নিয়ে ছড়ানো গুঞ্জন ও সংবাদ কি আমার পড়া উচিৎ? আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কী ঘটছে তা। এই ক্লাব (লিভারপুল) আমাকে এখন যতটা পছন্দ করছে, যদি একটি উইকেন্ড খারাপ যায়, এখনকার মতো আগ্রহ আর থাকবে না।’
এনজো ফার্নান্দেজকে পাচ্ছে না রিয়াল

ম্যাক অ্যালিস্টারকে নিয়ে গুঞ্জনের মাঝেই এনজোর প্রতিও নজর ছিল রিয়ালের। তবে গতকাল তাদের আশা গুড়েবালি করে দিয়েছেন চেলসির কোচ এনজো মারেসকা। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ‘এনজো আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অধিনায়ক ও মাঠে নেতৃত্ব দেওয়া ফুটবলারের একজন। সে দারুণ একটি মৌসুম কাটিয়েছে, পরবর্তী বছর আরও ভালো হতে পারে। সুতরাং, এখন কোনো গুঞ্জন কিংবা আলোচনা নয়। সে আমাদের দিকেই মনোনিবেশ করছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আগামী বছরের ৩০ জুন মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি, জানালেন প্রেস সচিব May 24, 2025
img
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সোনার হরিণ May 24, 2025
img
৪০ বছর ধরে সঞ্চয় করে হজে গেলেন ইন্দোনেশিয়ান দম্পতি May 24, 2025
img
হামজাদের স্বপ্নভঙ্গ করে প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড May 24, 2025
img
‘রাষ্ট্রের স্বার্থেই সাংবাদিকদের সুরক্ষা দেওয়া উচিত’ May 24, 2025
img
মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং, তবুও বড় সংগ্রহ পাঞ্জাবের May 24, 2025
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার May 24, 2025
১৭ ছাপাখানা, ৩৫৫ কোটি টাকার কেলেঙ্কারি! May 24, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে ৫ দাবি জানাল এনসিপি May 24, 2025
img
অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ক ফের দলে, থাকবেন কার্যক্রমে May 24, 2025
img
ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ১৫ May 24, 2025
img
পুলিশের থেকে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা May 24, 2025
দুই উপদেষ্টা প্রসঙ্গে নাহিদ চরম মিথ্যা বলেছেন: রাশেদ খান May 24, 2025
দেব-শুভশ্রীর প্রেমে ফাটল! আসল কারণ কী? May 24, 2025
'মাই কিং' শাকিব খান, এক রাজাকে ঘিরে দুই রানির রহস্যময় বার্তা!' May 24, 2025
img
‘বাংলাদেশের জন্য মারণফাঁদ ফারাক্কা’ May 24, 2025
img
সহায়তার ঘাটতিতে দুর্ভিক্ষের শঙ্কায় গাজা May 24, 2025
img
আজও কোনো আশ্বাস পাইনি : নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন May 24, 2025
img
যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের প্রথম পদক্ষেপে টিআইবির সাধুবাদ May 24, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত May 24, 2025