সরকারের কাজে সন্তুষ্ট না হলেও সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের বিচার ও সংস্কার বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজের গতিতে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সরকারকে দলটি সহযোগিতা করবে বলে জানিয়েছে।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সরকারের কাজে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের বিচার এবং সংস্কার বিষয়ে যে গতিতে কার্যক্রম চলছে, আমরা (এনসিপি) তাতে সন্তুষ্ট নই। সেই সমালোচনা সরকারের প্রতি আমাদের রয়েছে। একইসঙ্গে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথে থাকছি, সরকারকে চাপ প্রয়োগও করছি৷ কিন্তু এটা অবশ্যই দেশ ও জনগণের স্বার্থে। সরকারকে কোনো ধরনের বাধাগ্রস্ত তো আমরা করছি না। আমরা চাই, কোনো পক্ষই সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক৷ সরকারের সমালোচনা ও সহযোগিতা করুক এবং সরকারও তার কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতিধারা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে বারবার অনৈক্য ও বিভাজনের দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ও বাংলাদেশবিরোধী নানা ধরনের শক্তি। বাংলাদেশ যাতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। ৫ আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। ভারতীয় মিডিয়ায় নানা ধরনের অপপ্রচার চলছে, আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে। ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সব সময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি নিজের জায়গা থেকে সব সময় দায়িত্বশীল ভূমিকা ও আচরণ পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা একটি নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সব সময় নির্বাচনের কথা বলে গেছে। একটি জাতীয় নির্বাচনই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা নয়। ভোটাধিকার প্রতিষ্ঠা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, কিন্তু একমাত্র নয়। রাজনৈতিক মতামত, ভিন্নমত, আদর্শ থাকতেই পারে, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে আমাদের ঐক্যের জায়গায় যেতে হবে। সেজন্য আমরা যে কোনো সময়ে আলোচনার জন্য প্রস্তুত আছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল- আদালত, এনবিআর, যমুনার সামনে। ড. ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন, যদি ওনাকে জিম্মি করা হয়, চাপ প্রয়োগ করে দাবি আদায় করা হয়, সেটি সম্ভব না, উনি এটাতে সম্মত নন। গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের কিছু মৌলিক পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে মনে করেন। এটাই জনগণের প্রত্যাশা। সেই মৌলিক কাজগুলো বিচার, সংস্কার- এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যে প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন, সেটি উনি রক্ষা করতে পারছেন না।

দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো ও বিভিন্ন পক্ষ যদি তাদের কার্যক্রম এভাবে চলমান রাখে, তাহলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। যদি নির্বাচনের জন্য এভাবে চাপ প্রয়োগ করা হয়, তাহলে একটি নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন। ফলে এর দায়ভার উনি নিতে চান না। আমাদের জায়গা থেকে আমি বলেছি, ওনাকে দায়িত্বে থাকতে হবে। কারণ জনগণের কাছে ওনার প্রতিশ্রুতি রয়েছে। ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টি সমাধান করুক। সকল রাজনৈতিক দলগুলোকে বলুক। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সব রাজনৈতিক দলগুলোকে এই বার্তা দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং এটি ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক-এগারোর বন্দোবস্ত বলতে বুঝায় সেনা সমর্থিত ও বিদেশি শক্তির প্রভাবে দেশে জনগণ ও গণতন্ত্র বিরোধী একটি সরকার। আমরা ৫ আগস্ট থেকে বারবার এটি স্পষ্ট করেছি, গণঅভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র ও সংস্কার নিশ্চিত করবে। সেনাবাহিনীর প্রতিও আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ নয়। তার কাজ দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইনশৃঙ্খলার বিষয়টি দেখছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণপরিষদ ও আইনসভার নির্বাচনটি চাই। যেটা আমাদের নতুন সংবিধান এবং ট্রানজেশন নিশ্চিত করবে৷ যেহেতু এখন মেয়র বিষয় নিয়ে আদালতের বিভিন্ন ধরনের রায় আসছে এবং সেটা নিয়ে আন্দোলন ও এক ধরনের বিশৃঙ্খলা তৈরব হচ্ছে, ফলে আমরা মনে করি অতিদ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব। সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বর থেকে জুনের যে টাইমফ্রেম দেওয়া হয়েছে আমরা তো সেটা সমর্থন করেছি৷ আমরা বলছি, তার আগে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যে পরিস্থিতি তাতে সবার আগে প্রয়োজন একটি স্থিতিশীলতা। সরকারের এবং ড. মুহাম্মদ ইউনূসের সব পক্ষের সঙ্গে কথা বলে একটি স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সব রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতাপূর্ণ মনোভাব ব্যক্ত করা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিচার এবং সংস্কার বিষয়ে যে গতিতে কার্যক্রম চলছে, আমরা (এনসিপি) তাতে সন্তুষ্ট নই। সেই সমালোচনা সরকারের প্রতি আমাদের রয়েছে। একইসঙ্গে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথে থাকছি, সরকারকে চাপ প্রয়োগও করছি৷ কিন্তু এটা অবশ্যই দেশ ও জনগণের স্বার্থে। সরকারকে কোনো ধরনের বাধাগ্রস্ত তো আমরা করছি না। আমরা চাই, কোনো পক্ষই সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক৷ সরকারের সমালোচনা ও সহযোগিতা করুক এবং সরকারও তার কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতিধারা।

মানবিক করিডর বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মানবিক করিডরের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে তারপরে যেন সরকার সিদ্ধান্তে আসে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানবিক করিডরের বিষয় জনগণের পক্ষে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের ধোঁয়াশা যেন না থাকে। করিডর ইস্যুতে সরকারের পক্ষ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি। যেটা স্পষ্টই একটা ধোঁয়াশার জায়গা তৈরি করেছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে, করিডর নয় সেখানে ত্রাণ আদান-প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। আমরা সেখানেও বলেছি, ত্রাণ আদান-প্রদানের ব্যাপার হলেও সেই ত্রাণ আদান-প্রদানটি কার হাতে নিয়ন্ত্রণ থাকবে। সেটা কীভাবে পরিচালিত হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, মানচিত্রে কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা। প্রত্যেকটি বিষয় পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে সরকার যেন সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কাঁদো আওয়ামী লীগ আবারও কাঁদো: ইলিয়াস হোসেন May 25, 2025
img
ডিসেম্বরের আগেই নির্বাচন, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া May 25, 2025
img
ডাকসু নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপের দাবিতে ঢাবি শিবিরের আল্টিমেটাম May 25, 2025
img
জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১ May 25, 2025
img
যেনতেন নয়, অর্থবহ স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচন দিতে চান ড. ইউনূস: জামায়াত আমির May 25, 2025
img
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইটে সাইবার আক্রমণ May 25, 2025
img
থাইল্যান্ডের গ্র্যান্ড মুফতির সঙ্গে সাক্ষাৎ করলেন ধর্ম উপদেষ্টা May 25, 2025
img
ভারতকে আলোচনায় বসার আহ্বান জানালো পাকিস্তান May 25, 2025
img
মমতাজ ও তার ভাগ্নের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল May 25, 2025
img
যথেষ্ট সাংবাদিক না থাকায় আবারও স্থগিত উপদেষ্টা ফারুকীর সংবাদ সম্মেলন May 25, 2025
img
সব দল প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে: প্রেস সচিব May 25, 2025
img
ড. ইউনূস এমন সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ ফের অস্থিতিশীল হয়: মান্না May 25, 2025
img
সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির May 24, 2025
বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়াসহ বিএনপির ৬ দাবি May 24, 2025
img
শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক জুলাই ঐক্যের May 24, 2025
লন্ডনে জব্দ হাসিনার ঘনিষ্ঠদের ১৫০০ কোটি টাকা May 24, 2025
পদত্যাগের নাটক করছেন ড. ইউনূস অভিযোগ রুমিন ফারহানার May 24, 2025
‘হ্যালো’ বললেই টাকা! লাইভে চমক আনলেন অনন্ত-বর্ষা May 24, 2025
img
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন প্রেস সচিব May 24, 2025
img
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সোনার হরিণ May 24, 2025